top of page
image.png

ভারতীয় ক্রিকেট দলকে ফোনে অভিনন্দন প্রধানমন্ত্রী মোদীর

বিশেষ প্রতিনিধি : গত বছর ভারতের বিশ্বকাপ ফাইনালের দিন মাঠে থাকলেও টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে উপস্থিত থাকতে পারেননি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। জয়ের পর ফোন করে রোহিত, বিরাটদের শুভেচ্ছা জানালেন। মোদী বলেন ১৪০ কোটি দেশবাসী ভারতের ক্রিকেট দলকে নিয়ে গর্বিত।রোহিতকে প্রধানমন্ত্রী মোদী বলেন, তোমার আগ্রাসী ব্যাটিং এবং অধিনায়কত্ব ভারতীয় দলকে নতুন দিক খুলে দিয়েছে। তোমার টি-টোয়েন্টি কেরিয়ার সকলের মনে থাকবে।বিরাটের উদ্দেশে মোদী বলেন, তুমি প্রায় ম্যাচেই ভারতীয় ব্যাটিংকে নিজের কাঁধে বয়ে নিয়ে চলো। টি-২০ বিশ্বকাপেও তোমার ৭৬ রান সেটার প্রমান। সব ধরনের ক্রিকেটে তুমি সফল। টি-টোয়েন্টি ক্রিকেট তোমার অভাব বোধ করবে। তুমি আগামী প্রজন্মকে অনুপ্রাণিত করবে।কোচ দ্রাবিড়কে প্রধানমন্ত্রী বলেন, “কোচ হিসাবে দ্রাবিড় নিজেকে উৎসর্গ করে ভারতীয় দলকে তৈরি করেছে। দ্রাবিড়ের পরিকল্পনা, প্রতিভা খুঁজে আনা দলকে বদলে দিয়েছে। ভারত ধন্য তোমাকে পেয়ে।

30/06/2024

image.png

17/06/2024

টি এফ এ পরিচালিত তৃতীয় ডিভিশন ফুটবলের উদ্বোধনী ম্যাচে জয় পেল সরোজ সংঘ

নিজস্ব প্রতিনিধি : ত্রিপুরা ফুটবল এসোসিয়েশন পরিচালিত সি ডিভিশন ফুটবলের উদ্বোধনী ম্যাচ শুরু হবার আগে ত্রিপুরা ফুটবল এসোসিয়েশনের পতাকা উত্তোলন করেন সংস্থার পেট্রন রতন সাহা, আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার, ত্রিপুরা ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি প্রনব সরকার, সচিব অমিত চৌধুরী। ম্যাচ শুরু হবার আগে উপস্থিত অতিথিরা উভয় দলের ফুটবলার ও রেফারিদের সাথে পরিচিত হন মাঠে।তৃতীয় ডিভিশন লিগ ফুটবল প্রতিযোগিতায় উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হয় ইকফাই এফ সি ও সরোজ সংঘ। ম্যাচে সরোজ সংঘের হয়ে খেলার ৮৬ মিনিটে গোল করেন বিপ্লব দেববর্মা। উদ্বোধনী ম্যাচে সরোজ সংঘ জয়ী হয় ১-০ গোলে।

image.png

১৭ই জুন থেকে শুরু হবে ত্রিপুরা ফুটবল এসোসিয়েশন পরিচালিত তৃতীয় ডিভিশন ফুটবলের আসর

14/06/2024

নিজস্ব প্রতিনিধি : ত্রিপুরা ফুটবল এসোসিয়েশন পরিচালিত এবছরের মরশুম শুরু হচ্ছে ১৭ জুন। ১৬ টি ক্লাবকে নিয়ে শুরু হবে তৃতীয় ডিভিশন ফুটবলের আসর। আসরের উদ্বোধনী ম্যাচ হবে উমাকান্ত মিনি স্টেডিয়ামে সরোজ সংঘ ও ইকফাই এফসি-র মধ্যে । পাশাপাশি ১৮ জুন থেকে শুরু হবে মহিলা ফুটবলের আসর। রেফারিরা যাতে সব ম্যাচ সুন্দরভাবে রেফারিরা পরিচালনা করতে পারে সেই উদ্দেশ্যকে সামনে রেখে ত্রিপুরা রেফারি অ্যাসোসিয়েশনের উদ্যোগে রাজ্যের রেফারিদের নিয়ে একদিনের ফিটনেস ক্যষ্পের আয়োজন করা হয়েছে। এই শিবিরে সারারাজ্য থেকে ৫০ জন রেফারি অংশগ্রহন করবে। যার মধ্যে ৩ জন মহিলা রেফারিও রয়েছে। সবগুলি প্রতিযোগিতায় এবছর ত্রিপুরা রেফারিদের উপরে আস্থা রাখবেন বলে জানান ফুটবল এসোসিয়েশনের সচিব।

image.png

টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে ছিটকে যেতে পারে পাকিস্তান

09/06/2024

নিজস্ব প্রতিনিধি : টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম ম্যাচে আমেরিকার কাছে হেরে বিপাকে পাকিস্তান। পরিস্থিতি বেশ কঠিন বাবর আজ়মদের জন্য। রবিবার ভারতের বিরুদ্ধে যদি জয় পায়ও, নিশ্চিন্ত থাকার উপায় নেই বাবরদের। গ্রুপের বাকি সব ম্যাচ জিতলেও প্রতিযোগিতা থেকে ছিটকে যেতে পারেন তাঁরা।২০২২ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে জ়িম্বাবোয়ের কাছে হারের পর ঘুরে দাঁড়িয়েছিল পাকিস্তান। বাবরেরা ফাইনালেও উঠেছিলেন। এ বার প্রথম ম্যাচে আমেরিকার কাছে অপ্রত্যাশিত ভাবে হেরে পরিস্থিতি কঠিন করে ফেলেছেন তাঁরা। ভারত-সহ গ্রুপের বাকি সব ম্যাচ জিতলেও টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে ছিটকে যেতে পারেন বাবরেরা।

image.png

সুনীল, জাতীয় দলের হয়ে তোমার শেষ ম্যাচের জন্য শুভেচ্ছা

বিশেষ প্রতিনিধি : কয়েক ঘণ্টা পরেই ভারতীয় ফুটবলে একটি যুগের অবসান ঘটবে। কলকাতার যুবভারতী ক্রীড়াঙ্গনে নিজের আন্তর্জাতিক কেরিয়ারের শেষ ম্যাচ খেলে ফেলবেন সুনীল ছেত্রী। সেই ম্যাচের আগে সুনীলকে বার্তা পাঠালেন ক্রোয়েশিয়ার ফুটবলার লুকা মদ্রিচ। ২০১৮ সালের বিশ্বকাপ ফাইনালে ফ্রান্সের বিরুদ্ধে খেলেছিলেন তিনি। ক্লাব ফুটবলেও রিয়াল মাদ্রিদের হয়ে অসংখ্য ট্রফি জিতেছেন তিনি। ফুটবলের সেরা মিডফিল্ডারদের তালিকায় থাকা মদ্রিচ শুভেচ্ছা জানালেন সুনীলকে।সমাজমাধ্যমে ভারতের ফুটবল কোচ ইগর স্তিমাচ একটি ভিডিয়ো পোস্ট করেছেন। সেখানেই সুনীলকে বার্তা দিয়েছেন মদ্রিচ। স্তিমাচ নিজেও ক্রোয়েশিয়ার জাতীয় দলে খেলেছেন। এক সময় সেখানে কোচিংও করিয়েছেন। তাই মদ্রিচদের সঙ্গে তাঁর সম্পর্ক বেশ ভাল।ভিডিয়োবার্তায় দেখা যায়, ক্রোয়েশিয়ার জাতীয় দলের জার্সি গায়ে বসে রয়েছেন মদ্রিচ। তিনি বলেন, “সুনীল, জাতীয় দলের হয়ে তোমার শেষ ম্যাচের জন্য শুভেচ্ছা। তোমার কেরিয়ার দুর্দান্ত। তুমি ফুটবলের একজন কিংবদন্তি। তোমার সতীর্থদের কিছু বলতে চাই। আশা করছি তোমরা সুনীলের বিদায়ী ম্যাচকে স্মরণীয় করে রাখতে চাইবে। তার জন্য জিততে হবে। অধিনায়কের জন্য এই ম্যাচ জিতে এসো। ক্রোয়েশিয়া থেকে তোমাদের অনেক শুভেচ্ছা।”

image.png

ভারত-পাকিস্তানের মধ্যকার ম্যাচে রোহিতের প্রতিক্রিয়া

নিজস্ব প্রতিনিধি : নিউইয়র্ক পুলিশ বিভাগ ভারত-পাকিস্তানের মধ্যকার ম্যাচে নিরাপত্তা জোরদার করেছে।  সে কারণেই  ম্যাচের জন্য স্নাইপারদেরও মোতায়েন করা হয়েছে। রোহিত শর্মাকে এই বিষয়ে স্পষ্টভাবে বলেছিলেন যে খেলোয়াড় এবং ভক্তদের নিরাপত্তা খুবই গুরুত্বপূর্ণ। কারণ সন্ত্রাসী হামলার আশঙ্কা রয়েছে। যেকোনো দেশের নিয়ম মেনে চলা খুবই জরুরি।রোহিত শর্মা বলেন আয়ারল্যান্ডের বিরুদ্ধে তিনি চার স্পিনারকেও সুযোগ দিতে পারেন। বাংলাদেশের বিপক্ষে দারুণ বোলিং করেছেন তিন স্পিনারই।রোহিত শর্মা নিজে নিউইয়র্কের পিচে ব্যাট করেছেন। তিনি বলেন যে এই পিচে 140-150 রান একটি ভাল স্কোর হবে। রোহিত  আরও বলেন, এই পিচে প্রতিটি দলের জন্যই একই অবস্থা হবে। ভারতীয় অধিনায়কের ফোকাস পিচের দিকে নয়, তার ব্যাটিং, বোলিং এবং ফিল্ডিংয়ে ভালো পারফর্ম করার দিকে।

05/06/2024
A.jpg

Contact Me

M: 9863501319

sathikbarta@gmail.com

  • Youtube
  • Facebook Social Icon

© 2035 by Phil Steer . Powered and secured by Wix

Thanks for submitting!

bottom of page