
কাঁওয়ার যাত্রায় উত্তরপ্রদেশ এবং উত্তরাখণ্ড সরকারি নির্দেশ স্থগিত সুপ্রিম কোর্টে
বিশেষ প্রতিনিধি : প্রতি বছরই শ্রাবণ মাসের শুরুতে কাঁওয়ার যাত্রায় শৈবতীর্থগুলির উদ্দেশে পাড়ি দেন পুণ্যার্থীরা। এবছরও বিহার, উত্তরপ্রদেশ, উত্তরাখণ্ডে সোমবার থেকে শুরু হয়েছে কাঁওয়ার যাত্রা। প্রসঙ্গত কাঁওয়ার যাত্রা পথে খাবারের দোকানের বোর্ডে মালিকের নাম লেখার জন্য সম্প্রতি নির্দেশ দেয় মুজফ্ফরনগর জেলা পুলিশ। শুক্রবার উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী এবং উত্তরাখণ্ড সরকারও এই নির্দেশনা জারি করে। কিন্তু এই নির্দেশনা প্রকাশ্যে আসতেই এর বিরুদ্ধে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিল একটি স্বেচ্ছাসেবী সংস্থা এবং নাগরিক সুরক্ষা নিয়ে কাজ করা একটি সংগঠন। পশ্চিমবাংলার তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রও বিষয়টি নিয়ে জনস্বার্থ মামলা করেন। এছাড়া এই নির্দেশনা পুনর্বিবেচনার দাবি ওঠে এনডিএ-র অন্দর থেকেও। মহুয়া মৈত্র বলেন, এই নির্দেশের ফলে সাম্প্রদায়িক অশান্তির সৃষ্টি হতে পারে এবং কিছু বিক্রেতাদের জীবিকা ক্ষতির সম্মুখীনও হতে পারে।সোমবার উত্তরপ্রদেশ এবং উত্তরাখণ্ড সরকারের নির্দেশ স্থগিত করল সুপ্রিম কোর্ট। বিচারপতি হৃষীকেশ রায় এবং এসভিএন ভাট্টির বেঞ্চ জানিয়েছে, উত্তরপ্রদেশ এবং উত্তরাখণ্ড সরকারকে শুক্রবারের মধ্যে নোটিস দিয়ে নিজেদের বক্তব্য জানাতে হবে। কাঁওয়ার যাত্রা পথে খাবারের দোকানের বোর্ডে মালিকের নাম লেখা বাধ্য নয় সাফ জানিয়ে দিলো সুপ্রিম কোর্ট।
22/07/2024
বাজেটের আগে সর্বদলীয় বৈঠকে বিরোধীদের বিশেষ বার্তা সরকারের

বিশেষ প্রতিনিধি : রবিবার বাজেটের আগে কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং এর সভাপতিত্বে সর্বদলীয় বৈঠক অনুষ্ঠিত হয়। সরকার পক্ষের ডাকা সর্বদলীয় বৈঠকে তৃণমূল ছাড়া সব বিরোধী দলই উপস্থিত ছিল। প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং আবেদন করে বলেন আমরা গণতন্ত্রকে শক্তিশালী করতে বদ্ধপরিকর। সংসদে যখন কোন সদস্য কথা বলেন তখন আমাদের হস্তক্ষেপ করা বা বাধা দেওয়া উচিত নয়। শুধু তাই নয় অধিবেশন চলাকালীন সকলকে সংযত থাকার উপদেশও দিয়েছেন তিনি। প্রতিরক্ষামন্ত্রী বলেন মোদির নেতৃত্বে নতুন সরকার গঠনের পর সংসদের বিশেষ অধিবেশনে মোদীর ভাষণের সময় লোকসভা এবং রাজ্যসভায় বিরোধীরা হট্টগোল করেন এবং প্রধানমন্ত্রীকে বারবার বাধা দেওয়া হয়। সেই উদাহরণকে সামনে রেখে রবিবার রাজনাথ সিং বলেন প্রধানমন্ত্রী যখন কথা বলেন সেটা সংসদ এবং দেশের শোনা উচিত। রবিবার বৈঠকের পর সাংবাদিকদের সামনে কিরে কিরেন রিজিজু বিরোধী দলগুলোর নেতাদের ধন্যবাদ জানিয়েছেন তিনি বলেন আমরা সমস্ত নেতার পরামর্শ নিয়েছি সংসদ কে সুষ্ঠুভাবে পরিচালনা করার দায়িত্বে সরকার এবং বিরোধী দল উভয়েরই। এই বৈঠকে উপস্থিত ছিলেন কংগ্রেসের কে সুরেশ, জয়রাম রমেশ, মিমের আসাউদ্দিন ওয়েইসি, আরজেডির অভয় কুশওয়হা, আপের সঞ্জয় সিংহ, সমাজবাদী পার্টির রামগোপাল বর্মা।
21/07/2024
প্রাণ বাঁচিয়ে চলে এসেছি : বলল বাংলাদেশ রংপুর মেডিকেল কলেজের ছাত্র

বিশেষ প্রতিনিধি: কোটা সংস্কার আন্দোলন নিয়ে উত্তাল বাংলাদেশ। বাংলাদেশের প্রায় সব কলেজে এ আন্দোলন নিয়ে হিংসার দাবানল ছড়িয়ে পড়েছে। এহেন পরিস্থিতিতে বিভিন্ন দেশ থেকে বাংলাদেশে পড়তে যাওয়া ছাত্রছাত্রীরা নিজের দেশে ফিরতে শুরু করেছে। শুক্রবার কোচবিহারের ভারত-বাংলাদেশ সীমান্তের মেখলিগঞ্জ গেট দিয়ে বাংলাদেশের রংপুর মেডিকেল কলেজের বেশ কয়েকজন ছাত্র ভারতে প্রবেশ করেন। তাদের মধ্যে ৬ জন ভারতীয়, নয় জন নেপালের পড়ুয়া এবং ১৮ জন ভুটানের ছাত্রছাত্রী ছিল। নেপালের পড়ুয়া বাংলাদেশে পড়তে যাওয়া রংপুর মেডিকেল কলেজের ছাত্র ভারতে প্রবেশ করার পর বলেন, কোনক্রমে প্রাণ বাঁচিয়ে আমরা চলে এসেছি। চোখে মুখে দুশ্চিন্তার চাপ ওই পড়ুয়ার। পড়ুয়া আরো বলেন বাংলাদেশের অবস্থা ভালো নয় সমস্ত জায়গায় হিংসাত্মক পরিস্থিতি। বাংলাদেশের সংবাদ মাধ্যম প্রথম আলো একটি প্রতিবেদনে জানায়, কোটা সংস্কারপন্থী পড়ুয়াদের বিক্ষোভ ঘিরে যে সংঘর্ষ হয়েছে তাতে নিহতের সংখ্যা এখন পর্যন্ত ৩০। বৃহস্পতিবার সংরক্ষণ বিরোধীদের সর্বাত্মক অবরোধ কর্মসূচির মধ্যে হিংসায় মৃত্যু হয়েছে অন্তত ২১ জনের।
19/07/2024
উত্তরপ্রদেশে অখিলেশের 'মনসুন অফার'!

উত্তরপ্রদেশের রাজনীতিতে 'মনসুন অফার' দিলেন সমাজবাদী পার্টির সাংসদ তথা রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী অখিলেশ যাদব। পরোক্ষভাবে যোগীরাজ্যে সরকার ফেলার অফার দিলেন তিনি।উত্তরপ্রদেশের কাটহারি, কারহাল, মিলকিপুর, মীরাপুর, গাজিয়াবাদ, মাঝাওয়ান, সিসামাউ, খৈর, ফুলপুর এবং কুন্দারকি এই ১০ বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন রয়েছে। সম্ভবত চলতি বছরের শেষের দিকেই নির্বাচন ঘোষণা হবে। অন্যদিকে সদ্য সমাপ্ত লোকসভা নির্বাচনে রাজ্যে বিজেপির ব্যাপক ভরাডুবিকে কেন্দ্র করে যোগী আদিত্যনাথ ও তাঁর ডেপুটি কেশব মৌর্যের মধ্যে মতবিরোধ প্রকাশ্যে এসেছে। বিজেপির এই অন্তর্দ্বন্দ্বকে কাজে লাগিয়ে উপনির্বাচনের আগে সুর চড়াচ্ছেন অখিলেশ যাদব। বৃহস্পতিবার এক্স হ্যান্ডেলে তিনি লেখেন, 'মনসুন অফার: শ লাও, সরকার বনাও!'। যার বাংলা করলে দাঁড়ায়, বর্ষার অফার: একশো আনুন, সরকার গড়ুন।
18/07/2024
বিপদসীমার উপরে ব্রহ্মপুত্র
অসমের বন্যায় বাড়ছে মৃত্যু

বিশেষ প্রতিনিধি : বন্যা পরিস্থিতি অসমে মৃতের সংখ্যা ক্রমাগত বাড়ছে। গত ২৪ ঘণ্টায় দু’জন প্রাণ হারিয়েছেন। রাজ্য প্রশাসনের পরিসংখ্যান অনুযায়ী অসমে বন্যায় ২৪ লক্ষের বেশি মানুষ ক্ষতিগ্রস্ত । কাজিরাঙা জাতীয় উদ্যানের পরিস্থিতিও শোচনীয়। উদ্যানের ৭০ শতাংশের বেশি জমি জলের তলায়। উদ্যান ছেড়ে পালাচ্ছে পশুরা। সরকারি হিসাব অনুযায়ী, কাজিরাঙায় চলতি মরসুমে হরিণ, গন্ডার-সহ ৭৭টি পশুর মৃত্যু হয়েছে। তার মধ্যে পারা হরিণের সংখ্যাটাই বেশি। এখনও পর্যন্ত উদ্ধার করা হয়েছে ৯৪টি পশুকে। তার মধ্যে ৫০টিকে নিরাপদে ছেড়ে দেওয়া হয়েছে। ১১টি পশু চিকিৎসা চলাকালীন মারা গিয়েছে।
সংবাদ সংস্থা এএনআই জানিয়েছে, অসমের ৩৫টি জেলার মধ্যে ৩০টি জেলায় বন্যা পরিস্থিতি গুরুতর আকার নিয়েছে। গত এক মাস ধরে পরিস্থিতির অবনতি হয়েছে। ব্রহ্মপুত্র-সহ একাধিক বড় নদীর জল বইছে বিপদসীমার উপর দিয়ে। এর ফলে বিস্তীর্ণ এলাকায় চাষের জমি ক্ষতিগ্রস্ত হয়েছে। নষ্ট হয়েছে অনেক ফসল।
06/07/2024

বিশেষ প্রতিনিধি : গত ২৬ জুন আডবাণীকে দিল্লি এমসে ভর্তি করানো হয়েছিল। বিশেষজ্ঞেরা বিভিন্ন পরীক্ষানিরীক্ষা করার পর ২৭ জুন তাঁকে ছেড়ে দেয়। বুধবার রাত ৯টা নাগাদ আবারও প্রবীণ বিজেপি নেতা লালকৃষ্ণ আডবাণীকে দিল্লির একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করানো হয়েছে। হাসপাতাল সূত্রে খবর, তাঁর শারীরিক অবস্থা এখন স্থিতিশীল। হাসপাতালে স্নায়ুরোগ বিশেষজ্ঞের তত্ত্বাবধানে রয়েছেন আডবাণী।
খবরের শিরোনামে আবারও সেই হাথরস

লখনৌ : উত্তরপ্রদেশের হাথরসে এ বার এক ধর্মীয় অনুষ্ঠানে পদপিষ্ট হয়ে মৃত্যু হল অনেকের। ২০২০ সালের হাথরসের এক দলিত তরুণীর গণধর্ষণের ঘটনায় উত্তাল হয়েছিল গোটা দেশ। সেই হাথরসই আবার পদপিষ্টের ঘটনায় গোটা দেশে আলোড়ন ফেলে দিয়েছে। আর তার সঙ্গে প্রশাসনের ভূমিকা নিয়েও প্রশ্ন উঠছে। এই ঘটনায় অন্তত ৫০ জনের মৃত্যু হয়েছে বলে জেলাশাসক জানিয়েছেন।সূত্রের খবর, রতিভানপুরে একটি ধর্মীয় অনুষ্ঠান চলছিল মঙ্গলবার। অনুষ্ঠান শেষ হতেই একটা বিশৃঙ্খলার সৃষ্টি হয়ে অনুষ্ঠানে বিপুল সংখ্যক পুণ্যার্থী জমায়েত হওয়ায় পরিস্থিতি আরও ঘোরালো হয়ে ওঠে। পদপিষ্টের পরিস্থিতি তৈরি হয়। আর তাতেই বেশ কয়েক জনের মৃত্যু আশঙ্কা করা হচ্ছে।পুলিশ সুপার রাজেশ কুমার সিংহ বলেন, “হাথরসের মুঘলাগড়ি গ্রামে একটি ধর্মীয় অনুষ্ঠান চলছিল। সেই সময় এই দুর্ঘটনা ঘটে। এখনও পর্যন্ত ২৭ জনের মৃত্যু হয়েছে। তাঁদের মধ্যে ২৩ জন মহিলা, তিন শিশু এবং এক জন পুরুষ রয়েছে। কেন এবং কী ভাবে এই ঘটনা ঘটল, তা খতিয়ে দেখা হচ্ছে।”
02/07/2024
রাহুলের মন্তব্যে উত্তাল লোকসভা,
ক্ষমা চাওয়ার দাবি শাহের

বিশেষ প্রতিনিধি : সোমবার বিরোধী দলনেতা রাহুল গান্ধীর ‘হিন্দু’ মন্তব্যে উত্তাল হল লোকসভা। শাসক জোটের সাংসদদের উদ্দেশ্য করে তিনি বলেন, যাঁরা নিজেদের হিন্দু বলেন, তাঁরা কেবল অসত্য, হিংসা ও ঘৃণার কথা বলেন। তার পরই হইচই শুরু হয়ে যায়। রাহুলের বক্তব্যের মাঝেই নিজের চেয়ার থেকে উঠে প্রধানমন্ত্রী বলেন, “গোটা হিন্দু সম্প্রদায়কে হিংসাশ্রয়ী বলা হয়েছে তা খুবই বিপজ্জনক।”রাহুল শিব, হজরত মহম্মদ, গুরু নানক এবং যীশু খ্রিষ্টের ছবি দেখিয়ে ভারত এবং অহিংসার ধারণা ব্যাখ্যা করেন। শিবের ছবি দেখিয়ে তিনি বলেন, হিন্দুরা কখনও ভয়, হিংসা ছড়াতে পারে না। কিন্তু বিজেপি সবসময় ভয়, ঘৃণা ছড়িয়ে বেড়ায়।”রাহুল শিবের অভয়মুদ্রার সঙ্গে কংগ্রেসের প্রতীক চিহ্ন হাতেরও যোগসূত্র টানেন। একই সঙ্গে রাহুল বলেন, বিজেপি, মোদী, আরএসএস-ই কেবল হিন্দু নয়।” তার পরই লোকসভায় হইচই শুরু হয়ে যায়।রাহুলকে ক্ষমা চাইতে বলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন রাহুল গান্ধী জানেন না কোটি কোটি মানুষ নিজেকে গর্বের সহিত হিন্দু বলে থাকেন। যেকোনও ধর্মের সঙ্গে হিংসাকে জড়িয়ে দেওয়া ভুল। তাঁর ক্ষমা চাওয়া উচিত। বিরোধী দলনেতাকে আক্রমণ করতে গিয়ে কংগ্রেস আমলের জরুরি অবস্থা এবং শিখ-বিরোধী হিংসার প্রসঙ্গও তোলেন স্বরাষ্ট্রমন্ত্রী।
01/07/2024

দেশের নতুন স্থলসেনাপ্রধান
হলেন জেনারেল উপেন্দ্র দ্বিবেদী
বিশেষ প্রতিনিধি : রবিবার সেনাপ্রধান মনোজ পাণ্ডের মেয়াদ শেষে দেশের ৩০তম সেনাপ্রধান হিসাবে দায়িত্ব গ্রহণ করলেন জেনারেল উপেন্দ্র দ্বিবেদী। জম্মু ও কাশ্মীর এবং চিন সীমান্তে বিশেষ অভিজ্ঞতা ছাড়াও সেনার সঙ্গে দীর্ঘ ৪০ বছর ধরে যুক্ত তিনি। বিভিন্ন সময়ে চিন সীমান্ত সংক্রান্ত সমস্যা সামলেছেন উপেন্দ্র। চিনের সঙ্গে সমঝোতার আলোচনায় অন্যতম ছিলেন উপেন্দ্র।উপেন্দ্র মধ্যপ্রদেশের রেওয়ার সৈনিক স্কুলের ছাত্র ছিলেন। তিনি ১৯৮৪ সালে ১৮ জম্মু-কাশ্মীর রাইফেলসে যোগ দিয়েছিলেন। নর্দার্ন কমান্ডের জেনারেল অফিসার হিসাবে দীর্ঘ দিন কাশ্মীরে কাজ করেছেন উপেন্দ্র। সেখানে একাধিক সন্ত্রাসবিরোধী অভিযানের পরিকল্পনা করেছেন এবং নেতৃত্ব দিয়েছেন। চিনের ক্ষেত্রেও বিশেষ অভিজ্ঞতা রয়েছে উপেন্দ্রের।
30/06/2024

দ্বিতীয়বার লোকসভার স্পিকার নির্বাচিত হয়েছেন ওম বিড়লা
26/06/2024
নিজস্ব প্রতিনিধি :- দ্বিতীয়বার বিজেপি সাংসদ এবং জাতীয় গণতান্ত্রিক জোট প্রার্থী ওম বিড়লা লোকসভার স্পিকার নির্বাচিত হয়েছেন। স্পিকারের নাম প্রস্তাব করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। কেন্দ্রীয় মন্ত্রী সহ বহু নেতা এ ই প্রস্তাবকে সমর্থন করেছেন। বিরোধী পক্ষ থেকে সুরেশের নাম প্রস্তাব করা হয়।

ভারত-বাংলার বৈঠকে সই হতে পারে ১০টি চুক্তি
বিশেষ প্রতিনিধি : ভারতে এনডিএ-র নতুন সরকারের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে শনিবার দুপুরে শীর্ষ পর্যায়ের বৈঠকে বসবেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিশেষ সূত্রে খবর, সই হতে পারে ১০টিরও বেশি চুক্তিপত্র। উঠতে পারে তিস্তার জল বণ্টনের বিষয়ও।দ্বিপাক্ষিক আলোচনায় কি কি বিষয় গুরুত্ব পেতে চলেছে? বিদেশ মন্ত্রক সূত্রে বলা হচ্ছে , অর্থনৈতিক ও বাণিজ্য সহযোগিতাকে এগিয়ে নিয়ে যাওয়া, প্রতিরক্ষা সহযোগিতায় নতুন মোড় তৈরি করা, বিদ্যুৎ ও জ্বালানি ক্ষেত্রে সহযোগিতা বাড়ানো, সংযোগ ব্যবস্থা ও দ্বিপাক্ষিক পরিকাঠামোর উন্নতি, মংলা বন্দর পরিচালনা ইত্যাদি বিষয় গুরুত্ব পাবে ভারত-বাংলার বৈঠকে। বিদ্যুৎ ও জ্বালানি খাতে সহযোগিতা ভারত-বাংলার সম্পর্ক এক গুরুত্বপূর্ণ স্তম্ভে পরিণত হয়েছে। বাংলাদেশ বর্তমানে ভারত থেকে ১১৬০ মেগাওয়াট বিদ্যুৎ আমদানি করছে এবং বাংলাদেশে হাই স্পিড ডিজ়েল পরিবহনের জন্য মৈত্রী পাইপ লাইন রয়েছে। এ ছাড়াও ওএনজিসি বিদেশ, অয়েল ইন্ডিয়ার সাথে একটি কনসোর্টিয়ামে তেল উত্তোলনের কাজ চলছে।
22/06/2024

দিল্লি বিশ্ববিদ্যালয়ে ধর্মেন্দ্র প্রধানকে কালো পতাকা! অনুষ্ঠান বাতিল
21/06/2024
দিল্লী প্রতিনিধি : বিভিন্ন বিষয়ে গবেষণার প্রবেশিকা পরীক্ষা নেট বাতিল করে দেওয়ায় দেশ জুড়ে চলছে প্রতিবাদ আন্দোলন । বিক্ষোভের মুখে পড়ছেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। বিক্ষোভ নামছেন ছাত্রছাত্রীরাও। এর জন্যই শুক্রবার দিল্লি বিশ্ববিদ্যালয়ের অনুষ্ঠান বাতিল করতে বাধ্য হন শিক্ষামন্ত্রী। শিক্ষামন্ত্রীকে কালো পতাকা দেখানো হয়। তার পর অনুষ্ঠান বাতিল করে বেরিয়ে যান ধর্মেন্দ্র। ঘরে এবং বাইরে বিড়ম্বনায় পড়েছেন তিনি। কারণ, তাঁর নয়াদিল্লির বাসভবনের সামনেও শুক্রবার সকাল থেকে বিক্ষোভ দেখাচ্ছে যুব কংগ্রেস। দাবি, নিট পরীক্ষা বাতিল করতে হবে।বিক্ষোভে উপস্থিত যুব কংগ্রেসের প্রেসিডেন্ট শ্রীনিবাস বিভি বলেন, ‘‘ধর্মেন্দ্র প্রধানের অবিলম্বে পদত্যাগ করা উচিত। এই দেশে দুর্নীতি ছাড়া কোনও পরীক্ষাই হয় না। সমাজমাধ্যমে ছাত্রছাত্রীরা ক্ষোভ উগরে দিচ্ছেন।’’ নিট এবং নেটের মতো পরীক্ষায় প্রশ্নফাঁসের বিষয়টিতে সুপ্রিম কোর্টের তত্ত্বাবধানে তদন্তের দাবি জানিয়েছে যুব কংগ্রেস।

একের পর এক দুর্নীতিতে সংসদে
মোদীকে বিঁধবে বিরোধীরা
20/06/2024
বিশেষ প্রতিনিধি : রেলের দুর্ঘটনা, নিট-কেলেঙ্কারি, শেয়ার বাজার কেলেঙ্কারি— এ গুলিকে হাতিয়ার করে লোকসভার প্রথম অধিবেশনের শুরু থেকেই বিরোধী শিবির মোদী সরকারের উপরে চাপ তৈরি করতে চাইছে। সরকারকে কোণঠাসা করার জন্য বৃহস্পতিবার কংগ্রেস আগামী ২১ জুন দেশ জুড়ে নিট-কেলেঙ্কারি নিয়ে প্রতিবাদের ডাক দিয়েছে। কংগ্রেসের প্রশ্ন, ২৪ লক্ষ পড়ুয়ার ভবিষ্যৎ নিয়ে মোদী কেন নিট-কেলেঙ্কারি নিয়ে নীরব? কংগ্রেস নিট-কেলেঙ্কারিকে ‘তৃতীয় মোদী সরকারের প্রথম কেলেঙ্কারি’ হিসেবে ব্যাখ্যা করে। পশ্চিমবঙ্গের শাসকদল তৃণমূলও জানিয়েছে, নিট-কেলেঙ্কারিসহ রেলের দুর্ঘটনা ও শেয়ার বাজার কেলেঙ্কারি নিয়ে সরব হবে সংসদে।

বঙ্গে দলীয় কর্মীদের বিক্ষোভের মুখে বিপ্লব দেব
18/06/2024
বিশেষ প্রতিনিধি : আক্রান্ত কর্মীদের অভিযোগ শুনতে এসে বিক্ষোভের মুখে পড়ল বিজেপির কেন্দ্রীয় দলের সদস্য তথা ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব দেব। মঙ্গলবার দক্ষিণ ২৪ পরগনার আমতলায় কেন্দ্রীয় দলের সদস্য বিপ্লব দেবের গাড়ি আটকে বিক্ষোভ দেখান বিজেপির কর্মী-সমর্থকরা। বিজেপি সূত্রে খবর, রাস্তায় বিপ্লবদের গাড়ি থামান দলেরই কর্মী-সমর্থকেরা। মহিলারা গাড়ি থেকে বিপ্লব দেবকে নেমে আসার অনুরোধ জানান। এছাড়া জেলার সভাপতি অভিজিতের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়ে তাঁরা বলেন, ৪ জুন ভোটের ফলপ্রকাশের পর আক্রান্ত কর্মীদের কোনো খোঁজখবর নেয়নি। অন্যদিকে ডায়মন্ড হারবার সাংগঠনিক জেলার সভাপতি অভিজিত তৃণমূলের সঙ্গে বোঝাপড়া করে চলছে বলেও অভিযোগ কর্মীদের।ভোট পরবর্তী এই হিংসার পরিস্থিতি খতিয়ে দেখতে বিজেপির এই প্রতিনিধি দলটি বঙ্গে পৌঁছে বিভিন্ন কেন্দ্রে বিজেপি কর্মী-সমর্থকদের সঙ্গে কথা বলেন।

কাঞ্চনজঙ্গা ট্রেন দুর্ঘটনায় মৃতদের পরিবার পিছু ১০ লাখ টাকা আর্থিক ক্ষতিপূরণ ঘোষণা রেলের!
17/06/2024
নিজস্ব প্রতিনিধি : সোমবার সাত-সকালেই কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস ও একটি মালগাড়ির সংঘর্ষে ভয়াবহ ট্রেন দুর্ঘটনা জলপাইগুড়িতে। লাইনে দাঁড়িয়ে থাকা কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসকে পিছন থেকে এসে ধাক্কা মারে একটি মালগাড়ি। তাতেই ছিন্নভিন্ন হয়ে যায় দু-দুটি বগি। এই ঘটনায় অনেক জনের মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে। চলছে উদ্ধারকাজ।ইতিমধ্যে, রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব ক্ষতিপূরণের কথা ঘোষণা করেছেন। রেলের পক্ষ থেকে দুর্ঘটনায় মৃতের পরিবারকে ১০ লাখ টাকা দেওয়া হবে, গুরুতর আহতদের জন্য ২.৫ লাখ এবং আহতদের ৫০০০০ টাকা দেওয়া হবে।

ওড়িশায় সরকার জনস্বার্থে
কাজ করবে : রাজ্যপাল
15/06/2024
ওড়িশা: ওড়িশায় দীর্ঘ ২৪ বছর পর সরকার পরিবর্তন হয়েছে। ছত্তিশগড়ের রাজ্যপাল বিশ্বভূষণ হরিশ্চন্দন সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বলেন, এটি একটি ভাল সরকার হবে এবং জনস্বার্থে কাজ করবে। এই সরকার জনগণের কণ্ঠস্বর শুনবে এবং জনগণের সমস্যার সমাধান করবে।

ছবির ভাষাটা স্পষ্ট বলছে সারা
বিশ্বে ভারতের গুরুত্ব বৃদ্ধি পেয়েছে
15/06/2024
বিশেষ প্রতিনিধি : G7-এ অংশ নিয়ে ভারতে ফিরেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আমরা আপনাকে বলি যে ভারত G7 গোষ্ঠীর সদস্য নয় তবে তিনি একটি বিশেষ আমন্ত্রণে ইতালিতে গিয়েছিলেন। G7 থেকে PM মোদির যে ধরনের ছবি উঠে এসেছে। এর থেকে স্পষ্ট যে সারা বিশ্বে ভারতের সুনাম উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। ইতালির আপুলিয়ায় অনুষ্ঠিত G7 শীর্ষ সম্মেলনে বিশ্বের বড় বড় নেতারা প্রধানমন্ত্রী মোদীর সাথে দেখা করতে আগ্রহী ছিলেন। আমরা আপনাকে বলি যে প্রধানমন্ত্রী মোদী সর্বদা বৈশ্বিক প্ল্যাটফর্মে শান্তির কথা বলেন। তিনি সর্বদা বিশ্ব সম্প্রদায়ের স্বার্থ এবং ভবিষ্যত প্রজন্মের জন্য একটি উন্নত বিশ্ব গড়ার কথা বলেন।

জি৭ বৈঠকে যোগ দিতে ইটালি পৌঁছলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী
বিশেষ প্রতিনিধি : বৃহস্পতিবার রাতে দক্ষিণ ইটালির আপুলিয়ায় অবতরণ করে মোদীর বিমান। ইটালিতে পা রেখেই মোদী নিজের এক্স (সাবেক টুইটার) হ্যান্ডলে লেখেন, “জি৭ বৈঠকে যোগ দিতে ইটালিতে এলাম। পর পর তিন বার জি৭ বৈঠকে অতিথি হিসাবে উপস্থিত থাকার কারণে তিনি ‘আনন্দিত’ বলেও জানান। আপুলিয়ার একটি রিসর্টেই বসেছে জি৭ বৈঠকের বৈঠক। শুক্রবার প্রথমে কৃত্রিম মেধা, শক্তি, আফ্রিকা, ভূমধ্যসাগর সংক্রান্ত একটি আলোচনায় যোগ দেবেন প্রধানমন্ত্রী। আলোচনাসভার পরে পোপ ফ্রান্সিসের সঙ্গে আলাদা করে কথা বলতে পারেন মোদী। ইটালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির সঙ্গেও দ্বিপাক্ষিক বৈঠকে বসার কথা তাঁর। সব কিছু পরিকল্পনামাফিক এগোলে আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন এবং ব্রিটেনের প্রধানমন্ত্রী ঋষি সুনকের সঙ্গেও পার্শ্ববৈঠক করবেন মোদী।বৈঠকে আলাদা গুরুত্ব পেতে পারে ইজ়রায়েল-হামাস সংঘাত এবং রাশিয়া-ইউক্রেন যুদ্ধ প্রসঙ্গ। তবে শীর্ষ বৈঠকে রাশিয়ার বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়ার কথা বলা হলেও ভারত তাতে সায় দেবে না বলেই মনে করছে কূটনৈতিক মহল।
14/06/2024

13/06/2024
কুয়েত দুর্ঘটনায় আহত ব্যক্তিদের সঙ্গে দেখা করে খোঁজখবর নিচ্ছেন বিদেশ প্রতিমন্ত্রী কে ভি সিং

জঙ্গি হামলা নিয়ে উচ্চ পর্যায়ের বৈঠকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির
13/06/2024
বিশেষ প্রতিনিধি : প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বৃহস্পতিবার জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল এবং অন্য আধিকারিকদেক নিয়ে উচ্চ পর্যায়ের বৈঠক করেন। বৈঠকে জম্মু ও কাশ্মীরের নিরাপত্তা পরিস্থিতি নিয়ে আলোচনা করা হয়।প্রধানমন্ত্রী উপত্যকায় শান্তি পুনরুদ্ধারের জন্য দেশের সন্ত্রাস দমন ক্ষমতার সম্পূর্ণ স্পেকট্রাম মোতায়েন করার জন্য বৈঠকে উপস্থিত কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং জম্মু ও কাশ্মীরের লেফটেন্যান্ট গভর্নর মনোজ সিনহার সাথেও কথা বলেছেন। সেই সঙ্গে নিরাপত্তা বাহিনীর মোতায়েন এবং সন্ত্রাসবিরোধী অভিযান নিয়ে আলোচনা করেন। মনোজ সিনহা স্থানীয় প্রশাসনের উদ্যোগের বিষয়েও প্রধানমন্ত্রীকে অবহিত করেন। ইতিমধ্যেই জম্মু ও কাশ্মীরের বিভিন্ন জেলায় জঙ্গিদের তল্লাশিতে শুরু হয়েছে চিরুনি তল্লাশি।সাম্প্রতিক সন্ত্রাসী হামলার পরিপ্রেক্ষিতে পুলিশের ডিজিপি আর আর সোয়াইন বৃহস্পতিবার পাকিস্তানকে তার ভাড়াটেদের মাধ্যমে শান্তিপূর্ণ পরিবেশকে বিঘ্নিত করার চেষ্টা করার জন্য অভিযুক্ত করেছেন। শত্রুকে উপযুক্ত জবাব দিতে ভারতীয় সেনা প্রস্তুত বলেও সতর্ক করেন তিনি।

পর পর জম্মু ও কাশ্মীরে জঙ্গি হামলার ঘটনায় অস্বস্তিতে প্রশাসন
বিশেষ প্রতিনিধি : কাঠুয়া জেলার হিরানগরীর গ্রামে গুলি চালানোর আগে গ্রামবাসীদের দরজায় দরজায় ঘুরে জল খেতে চেয়েছিল দুই জঙ্গি। তবে সতর্ক গ্রামবাসীরা তাঁদের মুখের উপরে দরজা বন্ধ করে দেন। এর কিছু ক্ষণের মধ্যেই এক বাসিন্দার বাড়িতে ঢুকে গুলি চালায় ওই জঙ্গিরা। কাঠুয়ায় জঙ্গি হামলার পুরো ঘটনার বিবরণ দেওয়ার সময় তেমনটাই জানাল কাশ্মীর পুলিশ।দুই জঙ্গির মধ্যে এক জঙ্গিকে মঙ্গলবার রাতেই নিকেশ করা হয়। জওয়ানদের লক্ষ্য করে গ্রেনেড ছোড়ার চেষ্টা করছিল ওই জঙ্গি। তখনই বাহিনীর গুলি লাগে তার গায়ে। ঘটনাস্থলেই মৃত্যু হয় তার। অন্য জঙ্গিকে খুঁজে বার করতে সারা রাত ধরে তল্লাশি চলে। এর পর বুধবার বেলার দিকে বাহিনীর গুলিতে মারা যায় দ্বিতীয় জনও।জঙ্গিদের কাছ থেকে উদ্ধার ভারতীয় মুদ্রায় ১ লক্ষ টাকা এবং পাকিস্তানি ঔষধপত্র।
12/06/2024

কুয়েতে অগ্নিকাণ্ডে ভারতীয় শ্রমিকদের মৃত্যু,
শোক প্রকাশ ভারতের বিদেশ মন্ত্রী এস জয়শঙ্করের
12/06/2024
বিশেষ প্রতিনিধি : বুধবার সকালে কুয়েতের দক্ষিণ আহমেদি প্রদেশের মাঙ্গাফ এলাকায় একটি ছয়তলা ভবনে ভয়াবহ আগুন লাগে। ওই ভবনে একই কোম্পানির প্রায় ১৬০ জন কর্মচারী বাস করত। এই অগ্নিকান্ডে অনেকজন শ্রমিকের মৃত্যু হয়েছে। সূত্রের খবর মৃতদের মধ্যে প্রায় ৪০ জনেরও বেশি ভারতীয়।ভারতীয় বিদেশ মন্ত্রী এস জয়শঙ্কর ৪০ জনেরও বেশি শ্রমিকের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন। জয়শঙ্কর টুইটারে বলেছেন, ‘কুয়েত সিটিতে অগ্নিকাণ্ডের খবরে গভীরভাবে মর্মাহত।

ক্র িকেট আর সন্ত্রাস একসঙ্গে চলবে না
12/06/2024
নিজস্ব প্রতিনিধি : রিয়াসিতে পুণ্যার্থীদের বাসে জঙ্গি হামলা হয়ে ৯ জন পুণ্যার্থীর মৃত্যুর ঘটনা ৩ দিন পার হয়ে গেল। রবিবার একদিকে প্রধানমন্ত্রীর শপথ গ্রহণ অন্যদিকে ভারত-পাকিস্তানের ক্রিকেট ম্যাচ। তার ঠিক আগেই রিয়াসিতে জঙ্গি হামলা। পাকিস্তানের বিরুদ্ধে ক্ষোভে ফোঁসছে ভারতবাসী। সন্ত্রাস জন্মদাতা পাকিস্তানের সঙ্গে কিসের ক্রিকেট। নাগরিকদের জীবনের থেকে ক্রিকেটই কী বড়? বিসিসিআই কেন এখনো কোনো বালুচিস্থানে বিশেষ উত্তেজনা, পাক অধিকৃত কাশ্মীরের বাসিন্দারা হাল্লা করছে ভারতে আসতে। বালাকোটের মতো আবার একটা শিক্ষা দেওয়া দরকার, চায় গোটা দেশ।

অর্থমন্ত্রকের বড় সিদ্ধান্ত
11/06/2024
বিশেষ প্রতিনিধি : ২০২৪ নির্বাচনের ফলাফল ঘোষণার পর ৯ জুন এনডিএ জোট সরকারের মন্ত্রিসভার শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়। ১০ জুন দপ্তর বন্টনে দ্বিতীয় বারের মতো অর্থমন্ত্রীর দায়িত্ব পান নির্মলা সীতারামন। দায়িত্ব পাওয়ার পরই অর্থমন্ত্রী নির্মলা সীতারামন বড় সিদ্ধান্ত গ্রহণ করেন। রাজ্যগুলির জন্য ১ লক্ষ ৩৯ হাজার ৭৫০ কোটি টাকা অতিরিক্ত অর্থ বরাদ্দ করে অর্থমন্ত্রক।

নতুন সরকারের উদ্দেশে আরএসএস প্রধানের বার্তা
11/06/2024
বিশেষ প্রতিনিধি : প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর তৃতীয় বারের শপথের পরের দিনই নতুন সরকারের উদ্দেশে আরএসএস প্রধান মোহন ভাগবতের বার্তা, বিরোধীদের গুরুত্ব দিতে হবে। প্রতিপক্ষ নয়, প্রতিদ্বন্দ্বী হিসেবে দেখতে হবে তাঁদের। ভোটের সময় ‘মর্যাদা পালন করা হয়নি’ বলেও ক্ষোভ জানিয়েছেন ভাগবত। যাকে কার্যত মোদীর প্রতি বার্তা হিসেবেই দেখছে রাজনৈতিক শিবির।ভাগবত বুঝিয়ে দিয়েছেন, নতুন সরকারকে এগোতে হবে সর্বসম্মতির ভিত্তিতে। চব্বিশের ভোট বিপর্যয়ের পরে একক সংখ্যাগরিষ্ঠতা না পেয়ে বিজেপি যখন জোট শরিকদের ভরসায় নতুন সরকার চালাতে এসেছে, তখন মোদীর সামনে এল আরএসএসের শীর্ষ নেতার পরামর্শ।নাগপুরে সঙ্ঘ শিক্ষানবিশদের একটি সভায় আজ বিরোধী দলগুলিকে গুরুত্ব দেওয়ার প্রয়োজনীয়তা তুলে ধরেন ভাগবত। যাকে মোদী-শাহদের প্রতি সঙ্ঘের বার্তা হিসেবেই দেখা হচ্ছে।
দপ্তর বন্টনের পর দায়িত্বপ্রাপ্ত মন্ত্রীদের নামের তালিকা




তৃতীয় বার প্রধানমন্ত্রী পদে শপথের আগে বাজপেয়ী এবং গান্ধীকে শ্রদ্ধাজ্ঞাপন
09/06/2024

এবার রাহুলের ‘ধন্যবাদ যাত্রা’ উত্তরপ্রদেশে
বিশেষ প্রতিনিধি : লোকসভা নির্বাচনের আগে ‘ভারত জোড়ো যাত্রা’য় হেঁটেছিলেন রাহুল গান্ধী। নির্বাচনের ফল প্রকাশিত হওয়ার পর এ বার নতুন ‘যাত্রা’র কথা ঘোষণা করল কংগ্রেস। উত্তরপ্রদেশে ‘ধন্যবাদ যাত্রা’য় হাঁটবেন রাহুল-সহ কংগ্রেসের শীর্ষ নেতৃত্ব।১১ থেকে ১৫ জুন উত্তরপ্রদেশে ‘ধন্যবাদ যাত্রা’র আয়োজন করেছে কংগ্রেস। উত্তরপ্রদেশে প্রতিটি বিধানসভায় যাবে এই ‘যাত্রা'। উত্তরপ্রদেশে ২০১৯ সালের চেয়ে ২০২৪ সালের নির্বাচনের ফলাফলে আকাশপাতাল তফাত রয়েছে। গত বার ওই রাজ্যে ৬২টি আসন বিজেপি একাই জিতেছিল। সে বার সমাজবাদী পার্টি পেয়েছিল একটি এবং কংগ্রেস পেয়েছিল পাঁচটি আসন। এমনকি, বারাণসী থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জিতলেও তাঁর জয়ের ব্যবধান বেশ কম— মাত্র দেড় লাখ।এ বারের ভোটে উত্তরপ্রদেশের অমেঠী কেন্দ্রের ফলাফলও বিশেষ চমক দিয়েছে। এ বার অমেঠী থেকে স্মৃতি ইরানি দেড় লক্ষের বেশি ভোটে হেরে গিয়েছেন কংগ্রেসের কিশোরীলাল শর্মার কাছে। সার্বিক ভাবে উত্তরপ্রদেশে কংগ্রেস এবং তাদের জোট ‘ইন্ডিয়া’র ফলাফল ভাল। সেই কারণেই ভোটের পর ‘ধন্যবাদ যাত্রা’র ডাক দেওয়া হল।
08/06/2024

স্পিকার পদ, ৫ মন্ত্রকের দাবি নাইডুর, নীতিশের নজরে রেল সহ ৩ মন্ত্রক - জোট শরিকদের বাকিটা ৮ ই জুন দেখা যাবে

এনডিএ-র নির্বাচনী সাফল্যে মোদীকে শুভেচ্ছা শেখ হাসিনার
বিজেপির নেতৃত্বাধীন এনডিএ জোট তৃতীয় বারের জন্য সরকার গড়তে চলেছে। প্রধানমন্ত্রী হিসাবে শপথ গ্রহণ করতে চলেছেন নরেন্দ্র মোদী। লোকসভা নির্বাচনের ফল প্রকাশের পর মোদীকে এই সাফল্যের জন্য শুভেচ্ছা জানালেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। হাসিনা বলেছেন , ‘‘বাংলাদেশের মানুষের তরফে এবং ব্যক্তিগত ভাবে আমি বিজেপির নেতৃত্বাধীন এনডিএ জোটের জয়ের জন্য আপনাকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। আপনার এই জয় প্রমাণ করে, ভারতবাসী আপনার নেতৃত্বে আস্থা রেখেছে।’’ মোদীর নেতৃত্বে আগামী দিনে ভারত এবং বাংলাদেশের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক বজায় থাকবে বলেও আশা প্রকাশ করেন হাসিনা। চিঠিতে তিনি বলেছেন, ‘‘ভারতের বিশ্বস্ত বন্ধু হিসাবে বাংলাদেশ দুই দেশের উন্নতির স্বার্থে এবং এলাকায় শান্তি বজায় রাখতে আগামী দিনেও কাজ করবে।’’ ভারতের মানুষকেও আগামী দিনের জন্য শুভেচ্ছা জানিয়েছেন হাসিনা।

নরেন্দ্র মোদি প্রধানমন্ত্রীর পদ থেকে ইস্তফা দিলেন
বিশেষ প্রতিনিধি : নরেন্দ্র মোদি মন্ত্রী পরিষদ এবং প্রধানমন্ত্রীর পদ থেকে ইস্তফা দিয়েছেন। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর কাছে পদত্যাগপত্র জমা দিয়েছেন তিনি। নরেন্দ্র মোদির পদত্যাগপত্র গ্রহণ করেছেন রাষ্ট্রপতি মুর্মু।দেশে ১৯ এপ্রিল ২০২৪ থেকে ১জুন ২০২৪ ইং তারিখ পর্যন্ত ৭ দফায় লোকসভা নির্বাচনের ভোটগ্রহণ হয়েছে। ৪ জুন, ২০২৪-এ ফলাফল ঘোষণা করা হয়। ফলাফল অনুসারে, এনডিএ ২৯২টি আসন এবং I.N.D.I.A ২৩৪টি আসন পেয়েছে।৪ জুন ফলাফল ঘোষণার পর নরেন্দ্র মোদি আজ (৫জুন ) পিএম মোদি রাষ্ট্রপতি মুর্মুর সাথে দেখা করে মন্ত্রী পরিষদ এবং প্রধানমন্ত্রীর পদ থেকে ইস্তফা দেন। রাষ্ট্রপতি পদত্যাগপত্র গ্রহণ করেছেন।
05/062024

অবশেষে তৈরি হতে যাচ্ছে পর পর তিনবারের NDA সরকার
05/062024

ভারতের বিভিন্ন রাজ্যের ইন্ডিয়া জোট নেতারা I.N.D.I.A জোটের অধীনে আসন্ন "কৌশল" নির্ধারণের জন্য দিল্লিতে একটি বৈঠক করেছেন।
05/062024

দিল্লীর বিজেপি কার্যালয় থেকে মোদীর প্রতিক্রিয়া
নিজস্ব প্রতিনিধি : ২০২৪ সালের লোকসভা নির্বাচনের ফলাফল ঘোষনার পর নরেন্দ্র মোদী দিল্লী বিজেপি কার্যালয় থেকে দেশবাসীদের অভিনন্দন জানান। মোদী ভোটকর্মীদের নিষ্ঠার সহিত কাজকে অভিনন্দন জানান। মোদী বলেন, এনডিএ জোটের সহায়তায় বিজেপি আবার কেন্দ্রে সরকার গঠন করবে। দেশবাসী তৃতীয়বারের মতো এনডিএ-কে সুযোগ দিয়ে বিরোধীদের সঠিক জবাব দিয়েছে। তিনি বলেন, উড়িষ্যা, বিহার, মধ্যপ্রদেশ সিকিমে এনডিএ এবং বিজেপি ভালো ফলাফল করেছে। দশ বছরে দেশ অনেক এগিয়েছে, এখন আরো জোর কদমে দেশের কাজ হবে। ঘরে ঘরে জল, গ্যাস, আয়ুষ্মান কার্ড পৌঁছেছে। ৪ কোটির উপরে আবাস যোজনা দেওয়া হয়েছে আরো দেওয়া হবে। দেশের প্রতিটি কোনায় মিলবে সরকারি সুযোগ।মোদী বলেন, মা মারা যাওয়ার পর এই প্রথম তিনি নির্বাচন লড়েন। আর এই লড়াইয়ে দেশের কোটি কোটি মা মোদিকে আশীর্বাদ করেন।

নির্বাচনের ফল অনুযায়ী দেশ মোদীকে প্রত্যাখ্যান করেছে
নিজস্ব প্রতিনিধি : নির্বাচনের ফলাফলের পর সাংবাদিক সম্মেলনে যোগ দেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। তিনি রায়বেরেলি বা ওয়ানাডে, বিরোধী দলে বা সরকারে থাকবেন তা নিয়েও কথা বলেন । তিনি বলেন, এই নির্বাচন দেশকে রক্ষা করার নির্বাচন ছিল। আমরা সিবিআই, ইডি এবং বিচার বিভাগের বিরুদ্ধে লড়াই করেছি।রাহুল গান্ধী বলেছেন, এই লড়াই সংবিধান বাঁচাতে। যখন বিরোধী দলের নেতৃত্বদের জেলে ঢোকানো হয়েছিল, তখন আমি নিশ্চিত ছিলাম যে ভারতের জনগণ তাদের বিচার করবে । দেশকে নতুন ভিশন দিয়েছে কংগ্রেস। আমরা তাদের প্রচেষ্টা সফল হতে দেব না। আমরা যা প্রতিশ্রুতি দিয়েছি তা পূরণ করব।রাহুল গান্ধী বলেছেন, আগামীকাল ভারত জোটের নেতাদের বৈঠক রয়েছে। জোটের নেতারা যা সিদ্ধান্ত নেবেন সেটাই চূড়ান্ত সিদ্ধান্ত হবে।

নীতিশ কুমারের কাছে উপ প্রধানমন্ত্রী পদের প্রস্তাব আসলো I.N.D.I.A জোট থেকে। নিতীশ কুমার কোন দিকে যাবেন সেটা বলে দেবে সময়।
ভোট গণনার মধ্যে শেয়ার বাজারে ধ্বস

আর মাত্র কয়েক ঘন্টা কার হাতে যাচ্ছে ক্ষমতা...
লোকসভা নির্বাচনের সাত দফা ভোটের পর সোমবার সংবাদ সম্মেলন করে নির্বাচন কমিশন। নির্বাচন কমিশন ২০২৪ সালের লোকসভা নির্বাচনে অংশগ্রহণকারী সমস্ত ভোটারদের অভিনন্দন জানায়। প্রধান নির্বাচন কমিশনার রাজীব কুমার গণমাধ্যমকে বলেন, আমরা ৬৪২ মিলিয়ন ভোটারের বিশ্ব রেকর্ড তৈরি করেছি। এটি সমস্ত G7 দেশের ভোটারদের ১. ৫ গুণ এবং ২৭ টি EU দেশের ভোটারদের ২. ৫ গুণ।
তিনি আরো বলেন, নির্বাচন কর্মীদের সতর্কতার কারণে আমরা কম পুনঃভোট নিশ্চিত করেছি। আমরা ২০১৯ সালে ৫৪০টির তুলনায় ২০২৪ লোকসভা নির্বাচনে ৩৯টি পুনঃভোট দেখেছি। এটিতেও, ৩৯ টির মধ্যে ২৫টি পুনঃনির্বাচন হয়েছিল মাত্র দুটি রাজ্যে। তিনি আরও জোর দিয়েছিলেন যে এটি সেই সাধারণ নির্বাচনগুলির মধ্যে একটি যেখানে আমরা সহিংসতা দেখিনি। এটা আমাদের দুই বছরের প্রস্তুতির ফল।
তিনি আগামীকাল অনুষ্ঠিত ভোট গণনা প্রক্রিয়া নিয়ে বিস্তারিত বলেন । ভোট গণনা ও অন্যান্য নির্বাচনী প্রক্রিয়ার জন্য খুবই শক্তিশালী ব্যবস্থা রয়েছে। প্রতিটি অংশ স্থির। ভোট গণনা প্রক্রিয়া কোডিফাইড করা হয়. সিস্টেমের সাথে কোন সমস্যা হতে পারে না। পুরো ভোট গণনা প্রক্রিয়া জোরদার হবে।

About
প্রধানমন্ত্রী বিনা আহারে বিবেকানন্দ রক মেমোরিয়াল এ ধ্যান করছেন|