top of page
0303.jpg

ভারতের প্রাক্তন রাষ্ট্রপতি তথা বিজ্ঞানী ডাক্তার আব্দুল ফকির জালাল উদ্দিন আব্দুল কালামের 9 তম মৃত্যুবার্ষিকী পালন করছে ভারতীয় জনতা পার্টি ত্রিপুরা প্রদেশ

26/07/2024

ত্রিপুরা গ্রামীণ ব্যাঙ্কের কর্মীরা ‘অনৈতিক’ বদলির বিরুদ্ধে প্রতিবাদ করেছেন

26/07/2024

0202.jpg

গোপালের অবসর প্রায় সুনিশ্চিত মনে হচ্ছে, আসন্ন 2028  বিধিনসভায় বনমালীপুরে বিরোধীদের ভরসা যোগাচ্ছে অমল তাহলে শাসক দলের চেহারা কে ?

0101.jpg

26/07/2024

পশ্চিম বাংলার পাশাপাশি ত্রিপুরায়ও

পালিত হয় ২১শে জুলাই শহীদ দিবস

image.png

নিজস্ব প্রতিনিধি : ১৯৯৩ সালের ২১ জুলাই পশ্চিমবাংলার বুকে তৎকালীন সরকারের পুলিশের গুলিতে ১৩ জন শহীদ হয়েছিলেন। পরবর্তীকালে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে একুশে জুলাই এই দিনটিকে শহীদ দিবস হিসেবে পালন করা হয়। প্রতিবছরের ন্যায় এবারও পশ্চিমবাংলার ধর্মতলায় বিশাল জনসমাবেশের সঙ্গে শহীদ দিবস পালন করে তৃণমূল কংগ্রেস। পশ্চিমবাংলার পাশাপাশি ত্রিপুরায়ও একুশে জুলাই রবিবার ত্রিপুরা প্রদেশ তৃণমূল কংগ্রেস রাজধানীর চিত্তরঞ্জন এলাকায় তৃণমূলের অফিসের সামনে যথাযোগ্য মর্যাদায় পালন করে শহীদ দিবস। শহীদদের স্মৃতির প্রতি পুষ্পার্ঘ দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন তৃণমূল মহিলা সংগঠনের নেত্রী পান্না দেব সহ অন্যান্যরা।

21/07/2024

বাংলাদেশে পড়ুয়া ভারতীয় ছাত্রছাত্রীরা শ্রীমন্তপুর দিয়ে দেশে ঢুকছেন

image_edited.jpg

নিজস্ব প্রতিনিধি : গত কিছুদিন ধরে কোটা আন্দোলনের হিংসার আগুনে জ্বলছে বাংলাদেশ। এই আন্দোলনের জেরে বাংলাদেশের স্কুল কলেজ এবং রাস্তাঘাট অনির্দিষ্টকালের জন্য বন্ধ হয়ে গেছে। আর এই পরিস্থিতির শিকার হচ্ছে ভারতীয় ছাত্র-ছাত্রী এবং বিভিন্ন পেশার সঙ্গে যুক্ত ভারতীয় নাগরিকরা। তথ্য অনুযায়ী বাংলাদেশে সাড়ে আট হাজারেরও বেশি ভারতীয় ছাত্রছাত্রী সমস্যায় রয়েছেন।ইতিমধ্যেই বিশেষ হেল্প লাইন নম্বর চালু করে বাংলাদেশ স্থিত ভারতীয় হাই কমিশন তাদের উদ্ধারকাজে নেমে পড়েছেন। শনিবার দুপুরে ভারতীয় হাই কমিশনের কর্মকর্তাদের মধ্যে সোনামুড়া শ্রীমন্তপুর স্থলবন্দর দিয়ে ২৪ জন ছাত্রছাত্রী বাংলাদেশ থেকে ভারতে প্রবেশ করে। তাদের মধ্যে উত্তর-পূর্বাঞ্চল, দক্ষিণ ভারত এবং কাশ্মীরের ছাত্র-ছাত্রীরাও রয়েছেন। সন্ধ্যার মধ্যে আরও ১৪০ জন ছাত্রছাত্রী ভারতে প্রবেশ করার কথা জানিয়েছে ভারতীয় হাই কমিশন। বাংলাদেশ থেকে ত্রিপুরায় প্রবেশ করে ছাত্র-ছাত্রীরা একাশি নম্বর বাহিনীর বিএসএফ জওয়ানদের বিশেষ প্রশংসা করেন। বিএসএফ কর্মীরা ছাত্র-ছাত্রীদের জলাহার থেকে শুরু করে বিশ্রামের স্থান দিয়ে তাদের মানসিক মনোবল চাঙ্গা করতে সহযোগিতা করছেন। ছাত্র-ছাত্রীরা প্রধানমন্ত্রী উদ্দেশ্যে দাবি তুলেছেন ত্রিপুরা থেকে নিজ রাজ্যে যাওয়ার জন্য তাদের বিমান ভাড়া যাতে কম দিতে হয়।

21/07/2024

নেশা বাণিজ্যে রমরমা রাজধানী আগরতলা

image.png

নিজস্ব প্রতিনিধি: যুব সমাজ নেশায় যেমন আসক্ত হচ্ছে তেমনি অবৈধভাবে নেশা কারবারের সঙ্গেও জড়িয়ে পড়ছে। তারা টমটম কিংবা স্কুটি নিয়ে রাজধানীর বিভিন্ন জায়গায় এই ব্যবসা চালু রাখছে। রবিবার আগরতলার ওয়াটার সাপ্লাই রোডে সব্যসাচী ক্লাব সংলগ্ন এলাকায় স্থানীয় যুব মোর্চার কর্মীদের হাতে নেশা সামগ্রী সহ ধরা পড়লো দুই যুবক তাদের কাছ থেকে ব্রাউন সুগারের কৌটা উদ্ধার হয়। সঙ্গে সঙ্গে স্থানীয়রা কলেজ টাউন আউট পোস্টে খবর দিলে পুলিশ তাদের ধরে নিয়ে যায়। অন্যদিকে একই দিনে সদর এসডিপিও দেবপ্রসাদ রায়ের নেতৃত্বে তিন লক্ষ টাকার হেরোইন সহ নাহিদ মিয়া নামে জগহরিমুরার ২৮ বছরের যুবক পূর্ব থানা পুলিশের জালে আটক হয়। পূর্ব থানার ওসি রানা চ্যাটার্জী বলেন নাহিদ মিয়া স্কুটির ভেতরে করে বিভিন্ন স্কুল কলেজের ছাত্রদের কাছে মাদক বিক্রি করে এবং তার সঙ্গে একটি বড় মাদক কারবারি গ্যাং জড়িত রয়েছে বলে অভিযোগ করেন পুলিশ।

21/07/2024

জিবি হাসপাতালে ডাক্তারদের গুন্ডাগিরি

image.png

নিজস্ব প্রতিনিধি: ত্রিপুরার প্রধান হাসপাতাল তথা জিবি হাসপাতালে চিকিৎসা পরিষেবা ছেড়ে গুন্ডাগিরিতে নেমে পড়ল একাংশ ডাক্তার। জিবি হাসপাতালে মেডিসিন আইসিইউ বিভাগের ডাক্তারদের বিরুদ্ধে এই অভিযোগ করল মৃত এক রোগীর পরিবার। তাদের অভিযোগ সময়মতো আইসিওতে ঔষধ দেয়া হলেও ডাক্তার এবং নার্স সেই ঔষধ সঠিকভাবে রোগীকে দিচ্ছে না। আইসিউর ভেতরে নার্সরা বসে বসে গেম খেলায় ব্যস্ত থাকে। আই সি ইউ তে রোগীদের দেখার জন্য পরিবারের সদস্যদের সুযোগ দেওয়া হচ্ছে না। শুক্রবার রাতে রোগীর মৃত্যুর পর রোগীর পরিবারের সদস্যরা এ সমস্ত অভিযুক্ত করার পরই একাংশ ডাক্তার এসে দল দলবেঁধে রোগীর পরিবারের সদস্যদের মারধর করে। এমনকি ডাক্তাররা রোগীর পরিবারের মহিলা সদস্যদেরও রেহাই দেননি। রোগীর পরিবারের সদস্যদের বাঁচাতে গিয়ে পুলিশ কর্মীরাও ডাক্তারদের হাতে আক্রান্ত হয়েছেন। এই অবস্থায় রোগীর পরিবারের সদস্য এবং অন্যান্য সদস্যরাও মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে বলেন ডাক্তার হয়ে কিভাবে রোগীর পরিবারের সদস্যদের উপর হাত তোলেন। তারা মুখ্যমন্ত্রীর কাছে আবেদন করেন যাতে অতিসত্বর আইসিইউ-তে সিসি ক্যামেরার ব্যবস্থা করে সকল রোগীদের তাদের পরিবারের সদস্যরা যেন বাইরে থেকে দেখতে পারে সেই ব্যবস্থা করে দেয়।

20/07/2024

খোয়াই জাম্বুরার 3 নং পঞ্চায়েত এলাকায় এলাকাবাসীর রাস্তা অবরোধ

image.png

নিজস্ব প্রতিনিধ: দীর্ঘ আড়াই মাস যাবত, খোয়াই পূর্বগণকি এলাকায় বিদ্যুৎ যন্ত্রণায় বঞ্চিত এলাকাবাসী। শুক্রবার ভোর বেলা শুরু হয়ে গেল জাম্বুরার 3 নং পঞ্চায়েত এলাকায় এলাকাবাসীর রাস্তা অবরোধ। খোয়াই থেকে চম্পাহাউর বাজারে যাওয়ার রাস্তা পেছনে এবং সামনে প্রচুর দোকানদার এবং পথচারীরা আটকে রয়েছে। বিদ্যুৎ যন্ত্রণায় প্রতিদিনই এই এলাকার মানুষজনদের বঞ্চনার শিকার হতে হচ্ছে। তাই অতিষ্ঠ হয়ে এলাকার লোকজন খোয়াই চাম্পায়ার রোডে রাস্তায় অবরোধ করল।

19/07/2024

কি কারনে ভয়ানক বিস্ফোরণ তা ধোঁয়াশার মধ্যে....

image.png

নিজস্ব প্রতিনিধি : আগরতলা ফায়ার ব্রিগেড চৌমুহনী পুলিশ হেডকোয়ার্টারের উল্টোদিকে ডক্টর বিশ্বজিৎ সূত্রধর ও রুপা সূত্রধরের বাড়িতে ভয়ানক বিস্ফোরণ বাড়ির ভিতরের ওয়াল ও সাইডের ওয়াল ভেঙ্গে দুই তলা থেকে নিচে পড়ে যায় ডঃ বিশ্বজিৎ সূত্রধর ও তার স্ত্রী। ফায়ার বিগ্রেড সহ এলাকার লোক উদ্ধার করে জিবি হাসপাতালে নিয়ে আসা হয়। তবে ডঃ বিশ্বজিৎ সূত্রধর ভালো থাকলেও তার স্ত্রী রূপা সূত্রধর গুরুতর অবস্থায় জিবিতে চিকিৎসাধীন । তবে কিসের থেকে এই ভয়ানক আওয়াজ কিভাবে ওয়াল ভেঙ্গে দোতালা উপর থেকে পড়ে গেছে তা এখন ধোঁশার মধ্যে।তবে ডাক্তার বাবুর বক্তব্য তিনি আর তার স্ত্রী ঘুমোচ্ছিলেন কিভাবে হঠাৎ এই বিস্ফোরণ এবং ওয়াল ভেঙ্গে নিচে পড়ে গেলেন তা কেউই বলতে পারছে না। তবে বাড়ির প্রথম তলাতে তার মা ও মাকে দেখার জন্য একজন লোক ছিলেন তাদের কিছুই হয়নি

19/07/2024

সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল যুবকের

image.png

নিজস্ব প্রতিনিধ : শুক্রবার সকালে কমলনগর উগিরাটিলা এলাকায় সড়ক দুর্ঘটনায় মৃত্যু হয় ফয়সাল আহমেদ নামে এক যুবকের। সকাল ১১ টা নাগাদ উগিরা টিলা বট গাছের নিচে সুনামুরা দিক থেকে আশা দ্রুতগতিতে একটি যাত্রীবাহী কমান্ডার গাড়ির সঙ্গে তার বাইকের সংঘর্ষ হয় এবং বাইক নিয়ে সে রাস্তার পাশে ছিটকে পড়ে যায়। সঙ্গে সঙ্গে ফায়সাল আহমেদের নাক এবং কান দিয়ে রক্ত ঝরতে থাকে। এলাকাবাসী উদ্ধার করে তাকে কমলনগর প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে আসে এবং সেখান থেকে জিবি হাসপাতালের রেফার করা হলে জিবি হাসপাতালে আনার পথে মৃত্যু হয় যুবকের। ফাইসাল আহমেদের বাড়ি কমলনগর আনন্দনগরে এবং তার বাবার নাম আহিদ মিয়া।

19/07/2024

ফরেস্ট আধিকারিক এর মৃতদেহ উদ্ধার জাতীয় সড়কের পাশে

image.png

নিজস্ব প্রতিনিধি : তেলিয়ামুড়া থানার পুলিনপুরে জাতীয় সড়কের পাশে উদ্ধার হল এক ফরেস্ট আধিকারিক এর মৃতদেহ। মৃত আধিকারিকের নাম কিংকর দেবনাথ। তিনি চম্পকনগর সাধুপাড়ায় ফরেস্ট বিট অফিসার হিসেবে কর্মরত ছিলেন। প্রাথমিক তদন্তে জানা যায় কিংকর দেবনাথ বৃহস্পতিবার রাত দশটা নাগাদ বাড়ি থেকে বের হয়ে বন্ধুর বাড়ির উদ্দেশ্যে রওনা হন। শুক্রবার ভোর সাড়ে পাঁচটায় জাতীয় সড়কের পাশে মৃতদেহ উদ্ধার হয় এবং ঘটনার খবর পেয়ে ছুটে আসেন জেলা পুলিশ সুপার। শরীরে আঘাতের চিহ্ন পাওয়া না গেলেও ধারণা করা হচ্ছে কিংকর দেবনাথ কে খুন করা হয়েছে। ময়নাতদন্তের পর মৃত্যুর কারণ বেরিয়ে আসবে বলে জানিয়েছেন জেলা পুলিশ সুপার।

19/07/2024

প্রথমে ফুল তারপর হামলা : সুদীপ

image.png

নিজস্ব প্রতিনিধি : পঞ্চায়েত নির্বাচনে মুখ্যমন্ত্রী ড: মানিক সাহার ১০০ শতাংশ জয় ছিনিয়ে আনার জন্য রাজ্যে প্রতিনিয়ত সন্ত্রাস চলছে বলেন সুদীপ রায় বর্মন। বিরোধীরা মনোনয়ন পত্র জমা দিতে পারছে না। সুদীপ বর্মন বলেন আগে বিপ্লব দেব কিংবা মানিক সরকারের আমলে সন্ত্রাস হলে বিরোধীরা ডেপুটেশন বা বিক্ষোভ দেখালে পরিস্থিতি অনেকটা নিয়ন্ত্রণে থাকতো। কিন্তু এবার তার ঠিক উল্টো ঘটনা ঘটছে। শাসকদলের দুষ্কৃতীদের দ্বারা হামলা কোনোভাবেই নিয়ন্ত্রণে আসছে না। বৃহস্পতিবার ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন ছিল। এই দিনে ফের রাজ্যের সর্বত্র একযোগে সন্ত্রাস সংঘটিত হয়েছে।

18/07/2024

ছুটির দিনে ধর্মঘটের ডাক বামদলের

image.png

নিজস্ব প্রতিনিধি : রবিবার বাম প্রার্থী বাদল শীলের খুনের প্রতিবাদে ধর্মঘটের ডাক দেয় বামফ্রন্ট। বামদলের রাজ্য নেতৃত্ব হিংসার বিরুদ্ধে রাজ্যের সাধারণ জনগণের সমর্থন চেয়ে শনিবার সন্ধ্যায় রাজধানীতে মিছিল করে ধর্মঘটের ডাক দেয়। শনিবার সন্ধ্যায় বামদলের ধর্মঘট ডাকার পর রাতেই শাসকদলের প্রদেশ প্রচার সম্পাদক নব্যেন্দু ভট্টাচার্য সাংবাদিক সম্মেলন করে বলেন রাজ্যের মানুষ এই ধর্মঘট মানবে না। ধর্মঘটের বিরোধিতা করে প্রচার সম্পাদক সাধারণ জনজীবন স্বাভাবিক রাখতে পুলিশ প্রশাসনের কাছে দাবি করেন। একইভাবে তিপ্রামথা সুপ্রিমো প্রদ্যুৎ কিশোর দেববর্মন বলেন জনজাতির উৎসব খার্চি মেলার সময় বামদলের ধর্মঘট ডাকা একেবারেই ঠিক হয়নি। অন্যদিকে বামফ্রন্টের বন্ধুদল কংগ্রেস এই ধর্মঘট নিয়ে কোনো বক্তব্য রাখেনি।বামপন্থীদের অভিমত ধর্মঘটে নাগরিকদের সমর্থন লক্ষ্য করা যাচ্ছে। অনন্যা রবিবারের তুলনায় ধর্মঘটের রবিবারে শহরে যান চলাচল প্রায় নেই বললেই চলে, বিভিন্ন বাজারগুলিতে তেমন লোকসমাগম নেই।

14/07/2024

ত্রিপুরা হিন্দুরাষ্ট্র ছিল খার্চি উৎসবের উদ্বোধনে দাবি রামপদ জামতিয়ার

image.png

নিজস্ব প্রতিনিধি : রবিবার থেকে শুরু হলো ঐতিহ্যবাহী খার্চি উৎসব। খার্চি উৎসবের উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। অনুষ্ঠানের উপস্থিত ছিলেন খার্চি পূজা এবং মেলা কমিটির চেয়ারম্যান বিধায়ক রতন চক্রবর্তী, বিধায়ক রামপদ জমাতিয়া, রাজ্যের পর্যটন মন্ত্রী সুশান্ত চৌধুরী, বিধায়ক তথা পুর নিগমের মেয়র দীপক মজুমদার, পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান বিশ্বজিৎ শীল, অমিত নন্দী সহ অন্যান্যরা। মুখ্যমন্ত্রী বলেন এই ঐতিহ্যবাহী উৎসবের মাধ্যমে প্রমান হয় যে, ত্রিপুরার রাজন্যবর্গ প্রকৃতির পূজারী ছিলেন। তিনি পূজা কমিটির সবুজায়নের বার্তার প্রশংসা করেন। অন্যদিকে বিধায়ক রামপদ জমাতিয়া বলেন একসময় নেপালের পর ত্রিপুরাই ছিল বিশ্বের মধ্যে হিন্দু রাষ্ট্র। ত্রিপুরার রাজারা সাড়ে ৫০০ বছর আগে থেকেই সনাতন হিন্দু ধর্মে বিশ্বাসী ছিলেন। তিনি বলেন অনেকে দুর্গাপূজাকে বাঙালি উৎসব বলে আলাদা করার চেষ্টা করেন। কিন্তু এটা ঠিক নয়। ১৫০ বছর আগে পশ্চিমবঙ্গে দুর্গাপূজার সূচনা হয়েছিল। অথচ সাড়ে ৫০০ বছর আগেই ত্রিপুরায় ত্রিপুরেশ্বরী মন্দির তৈরি হয়েছিল। ত্রিপুরার জনজাতিরা সনাতন হিন্দু ধর্মে বিশ্বাসী তাতে কোন সন্দেহ নেই।

14/07/2024

image.png

রেলওয়ে নাইট গার্ডের অস্বাভাবিক মৃত্যু

নিজস্ব প্রতিনিধি : সেকেরকোট রেলওয়ে স্টেশনে নাইট গার্ডের কর্মরত প্রমোদ কুমার বিশ্বাসের মৃতদেহ উদ্ধার হল রেল লাইনের পাশ থেকে। প্রমোদ কুমার বিশ্বাসের বাড়ি কমলা সাগর বিধানসভার অন্তর্গত ছনখলা এলাকায়। খবর পেয়ে প্রথমে পরিবারের লোকজন সেখানে ছুটে যান। আমতলী থানার পুলিশ গিয়ে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাঁপানিয়া হাসপাতালের মর্গে পাঠায়। পরিবারের অভিযোগ প্রমোদ কুমার বিশ্বাসকে পরিকল্পিতভাবে খুন করা হয়েছে।

14/07/2024

পঞ্চায়েত নির্বাচনে মোতায়েন করা হবে কেন্দ্রীয় বাহিনী : জেলাশাসক

image.png

নিজস্ব প্রতিনিধি : পশ্চিম জেলায় ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনে যাতে ভোটাররা শান্তিপূর্ণভাবে ভয় মুক্ত পরিবেশে নিজেদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে পারেন তার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জেলা শাসক ডঃ বিশাল কুমার জানিয়েছেন। পঞ্চায়েত ভোটে আইনশৃঙ্খলা রক্ষার জন্য কেন্দ্রীয় আধা সামরিক বাহিনী মোতায়েন করা হবে। ভোটকেন্দ্রের ভিতরের নিরাপত্তার দায়িত্বে থাকবে রাজ্য পুলিশ এবং টিএসআর । পুলিশ আধিকারিক বিজয় দেববর্মা বলেন পশ্চিম জেলায় পর্যাপ্ত নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। তিনি বলেন পশ্চিম জেলায় ৪৯১ টি পোলিং স্টেশনের মধ্যে ১৩ টি অতি স্পর্শকাতর এবং ১১৪ টি কেন্দ্র স্পর্শকাতর ভোট কেন্দ্র হিসেবে চিহ্নিত করা হয়েছে। পশ্চিম জেলার নিরাপত্তার জন্য ১ হাজার৭২৮ জন টিএসআর এবং ১ হাজার ২১৫ জন ত্রিপুরা পুলিশ কর্মী থাকবেন। একইভাবে কেন্দ্রীয় আধা সামরিক বাহিনীর জোয়ান ভোটকেন্দ্রের বাইরে টহলদারি এবং আইনশৃঙ্খলা রক্ষার দায়িত্ব পালন করবে।

12/07/2024

ভিকি হত্যাকাণ্ডের মুখ্য অভিযুক্তকে এনকাউন্টার-এর দাবি এলাকাবাসীর

image.png

নিজস্ব প্রতিনিধি : গত ৩০ এপ্রিল শালবাগান হাতি পাড়ায় খুন হয়েছিল ভারতরত্ন সংঘ ক্লাবের সেক্রেটারি দুর্গা প্রসন্ন দেব ওরফে ভিকি। ভিকি হত্যাকাণ্ডের মুখ্য অভিযুক্ত হিসেবে অভিযুক্ত রাজু বর্মন দীর্ঘ দুই মাস বাদে পুলিশের হাতে ধরা পড়েছে। গোহাটিতে গ্রেফতার করার পর রাজু বর্মনকে বৃহস্পতিবার আগরতলায় নিয়ে আসে পুলিশ। শুক্রবার তদন্তকারী পুলিশ দল রিমান্ডের আবেদন জানিয়ে রাজু বর্মনকে আদালতে হাজির করে। কিন্তু রাজু বর্মনকে আদালতে হাজির করার আগেই আদালত চত্বরে গিয়ে দাঁড়িয়ে থাকেন মৃত ভিকির বিধবা স্ত্রী -সন্তান সহ ভারতরত্ন সংঘ ক্লাব এলাকার নাগরিকদের একাংশ। নাগরিকদের একাংশ দাবী তুলেছেন দুর্গা প্রসন্ন দেবের হত্যাকারীকে এনকাউন্টার করতে হবে। তারা মুখ্যমন্ত্রীকে উদ্দেশ্য করে বলেন রাজু বর্মনকে ত্রিপুরার বুকে এনকাউন্টার করলে আগামী দিনে এই ধরনের খুনের ঘটনা ঘটবে না।

12/07/2024

ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনের

মনোনয়ন দাখিল বামেদের

image.png

নিজস্ব প্রতিনিধি :ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনের ঘোষণার ঠিক একদিন পরেই সবার আগে প্রার্থী নির্বাচন করে মনোনয়ন পত্র জমা শুরু করল বামফ্রন্ট। সুবিশাল মিছিল করে পশ্চিম ত্রিপুরা জেলা পরিষদের ১৬ টি আসনে বাম প্রার্থীদের মনোনয়নপত্র পশ্চিম ত্রিপুরা জেলা শাসক ডঃ বিশাল কুমারের কাছে দাখিল করা হয়। মনোনয়নপত্র দাখিলের মিছিল মেলার মাঠ সদর দপ্তর থেকে শুরু করে হরের বিভিন্ন পথ পরিক্রমা করে। পঞ্চায়েত নির্বাচনে জয় সম্পর্কে বলতে গিয়ে বাম বিধায়ক পবিত্র কর বলেন সুষ্ঠ নির্বাচন হলে আমরাই জিতবো। তিনি বলেন আগামী কিছু দিনের মধ্যেই আমাদের মনোনয়ন দাখিল করার কাজ শেষ হয়ে যাবে। সিপিআইএম রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরী বলেন মানুষের সমর্থন নিয়েই আগামীদিন সিপিআইএম এগিয়ে যাবে।

11/07/2024

ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনের দিনক্ষন

ঘোষণা করল নির্বাচন কমিশন

image.png

নিজস্ব প্রতিনিধি : ত্রিপুরা রাজ্যে ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনের দিনক্ষন ঘোষণা করল রাজ্য নির্বাচন কমিশন। আগামী ৮ আগস্ট অনুষ্ঠিত হবে ত্রিস্তরীয় গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি ও জেলা পরিষদের নির্বাচন। আগামী ১১ জুলাই থেকে ১৮ জুলাই মনোনয়ন পত্র জমা দেওয়ার তারিখ ঘোষিত হয়েছে। বুধবার রাজ্য নির্বাচন কমিশনার শরদিন্দু চৌধুরী সাংবাদিক সম্মেলনে জানান, মনোনয়ন পত্র পরীক্ষা হবে ১৯ জুলাই এবং প্রত্যাহার করার তারিখ ২২ জুলাই। ১২ আগস্ট ত্রিস্তর গ্রাম পঞ্চায়েতের ভোট গণনা হবে। সমস্ত প্রক্রিয়া শেষ হবে ১৭ আগস্ট। ৬০৬ টি গ্রাম পঞ্চায়েতের ৩৫১৭ কেন্দ্রের ৬৩৭০ আসনে,৩৫ পঞ্চয়েত সমিতির ৪২৩ কেন্দ্রের ৪২৩ আসন,৮ জেলা পরিষদের ১১৬ কেন্দ্রের ১১৬ আসনের নির্বাচন হবে ২৬৫০ পোলিং স্টেশনে। এই ভোটে ১২ লাখ ৯৪ হাজার ১৫৩ জন ভোটার ভোট দেবেন। আগামী ৪ঠা আগস্ট ত্রিস্তরীয় পঞ্চায়েতের মেয়াদ শেষ হবে।

10/07/2024

রাজ্য সরকার উন্নয়নের কাজ করে চলেছে : মুক্ষামন্ত্রী

image.png

নিজস্ব প্রতিনিধি : মঙ্গলবার সিপাহীজলা জেলার তিনটি জায়গায় জনসাধারণের উন্নতিতে কার্যকরী উন্নয়নমূলক প্রকল্পের উদ্ভোধন করেন মুখ্যমন্ত্রী ড: মানিক সাহা। উন্নয়নমূলক প্রকল্পগুলি হলো জম্পুইজলার সুধন্য দেববর্মা স্মৃতি হায়ার সেকেন্ডারি স্কুলের সিন্থেটিক টার্ফ ফুটবল মাঠ উদ্বোধন, সিপাহীজলা জেলার গোলাঘাটিতে প্রাথমিক স্বাস্থকেন্দ্র এবং টাকারজলার সামাজিক নবনির্মিত স্বাস্থকেন্দ্রের দ্বারোদ্ঘাটন। তিনি বলেন ত্রিপুরার উন্নয়নমূলক কাজের জন্য আমাদের আরো কঠোর পরিশ্রম করতে হবে। প্রধানমন্ত্রীর দিশা অনুসারে ত্রিপুরাকে মডেল রাজ্যে পরিণত করতে হবে। বর্তমান রাজ্য সরকার আগামীদিনে ত্রিপুরার উন্নয়নমূলক কাজে ব্যাপক গতি আনবে। ত্রিপুরার উন্নয়নমূলক কাজে কোনো আপোষ করা হবে না।

অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী বলেন, ত্রিপুরার যোগাযোগ ব্যবস্থা এখন উন্নত হয়েছে। বর্তমানে রাজ্যে ৬টি জাতীয় সড়ক রয়েছে। আরও ৪টি জাতীয় সড়কের সম্মতি দিয়েছেন প্রধানমন্ত্রী। এছাড়া নতুন ৪টি রোপওয়ে নিয়েও আমাদের সাংসদ বিপ্লব কুমার দেব কথা বলেছেন কেন্দ্রীয় মন্ত্রীর সাথে। তিনি বলেন, এই সরকার সড়ক, কৃষি, স্বাস্থ্য, শিক্ষা ও খেলাধুলার উন্নয়নের জন্য প্রনিয়ত কাজ করে চলেছে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন যুব বিষয়ক ও ক্রীড়া মন্ত্রী টিংকু রায়, বিধায়ক মানব দেববর্মা, বিধায়ক বিশ্বজিত কলই, বিএসি চেয়ারম্যান বীরেন্দ্র কিশোর দেববর্মা সিপাহীজলা জেলা সভাধিপতি সুপ্রিয়া দাস দত্ত, সহ অন্যান্য প্রশাসনিক আধিকারিকগণ।

09/07/2024

কেন্দ্রীয় প্রতিমন্ত্রীর সঙ্গে পর্যটন দপ্তরের বৈঠক

image.png

নিজস্ব প্রতিনিধি : রাজ্যের অন্যান্য বিভাগের উন্নয়নের সঙ্গে সঙ্গে পর্যটন কেন্দ্রাগুলিও বর্তমান সরকারের সহযোগিতায় পর্যটকদের নজর কাড়ছে। আগামী দিনে পর্যটন কেন্দ্র গুলোকে নিত্য নতুনভাবে আকর্ষণীয় করে তোলার লক্ষ্যে শুক্রবার এক গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়। এই বৈঠকে পৌরহিত্য করেন পর্যটন মন্ত্রকের কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুরেশ গোপী। উপস্থিত ছিলেন রাজ্যের পর্যটন মন্ত্রী সুশান্ত চৌধুরী এবং পর্যটন দপ্তরের বিভিন্ন পদাধীকারীরা। পর্যটন দপ্তরের পদাধিকারীরা পর্যটন সংক্রান্ত বিভিন্ন বিষয় তুলে ধরেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রীর সামনে। পর্যটন কেন্দ্রগুলির উন্নয়নের জন্য কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুরেশ গোপী বেশ কিছু মূল্যবান পরামর্শ দেন।

09/07/2024

বিদ্যালয়ে শিক্ষক স্বল্পতার মধ্যে শিক্ষিকা বদলি

image.png

সঠিকবার্তা ডেস্ক : মঙ্গলবার সকালে বিশ্রামগঞ্জ প্রমোদনগর স্কুলের ছাত্রছাত্রীরা সড়ক অবরোধ করে শিক্ষিকা বদলির প্রতিবাদে। ছাত্র-ছাত্রীদের দাবি শিক্ষক স্বল্পতার মধ্যে স্কুলের ইংরেজি বিষয়ক শিক্ষিকা মৌসুমী দেববর্মা প্রমোদনগর স্কুল থেকে বদলি করা হয়েছে। তাতে ছাত্র-ছাত্রীদের পঠন-পাঠনে বিরাট অসুবিধা হবে। ছাত্র-ছাত্রীদের দাবি ইংরেজি বিষয়ক শিক্ষিকাকে তাদের স্কুলে ফিরিয়ে দিতে হবে অথবা অন্য শিক্ষক বদলি করে বিশ্রামগঞ্জ প্রমোদনগর স্কুলে আনতে হবে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে যান জেলা শিক্ষা আধিকারিক মলয় ভৌমিক সহ শিক্ষা দপ্তরে অন্যান্য আধিকারিকরা। আধিকারিকদের কাছ থেকে ছাত্র-ছাত্রীরা শিক্ষক দেওয়া হবে এই বিশ্বাস নিয়ে সড়ক অবরোধ প্রত্যাহার করে। শিক্ষকা বদলির প্রতিবাদে বিশ্রামগঞ্জ প্রমোদনগর সড়ক অবরোধে বসলো প্রমোদনগর স্কুলের ছাত্রছাত্রীরা। মঙ্গলবার সকাল থেকে তারা অবরোধ শুরু করে। দীর্ঘক্ষণ চলে অবরোধ। ঘটনার খবর পেয়ে ছুটে আসে জেলা শিক্ষা আধিকারিক মলয় ভৌমিক সহ শিক্ষা দপ্তরে অন্যান্য আধিকারিক।

09/07/2024

পুকুরের সৌন্দর্যায়ন ও উন্নয়নের শিলান্যাস

image.png

নিজস্ব প্রতিনিধি : অমরুত প্রকল্পের অর্থে রাজধানীর তিনটি পুকুরের সৌন্দর্যায়ন ও উন্নয়নের কাজ হাতে নেওয়া হয়েছে। এর ৯০ শতাংশ টাকা দেয় কেন্দ্রীয় সরকার। ১০ শতাংশ অর্থ দেবে রাজ্য সরকার। পুকুর তিনটি হল-(১)সেন্ট্রাল রোড শিববাড়ি পুকুর, (২) ভেটেরিনারি হাসপাতালের লেইক ও (৩)উজান অভয়নগর বাজারস্থিত পুকুর। শিববাড়ি এলাকায় এক অনুষ্ঠানের মধ্যদিয়ে এই তিনটি পুকুরের সৌন্দর্যায়ন ও উন্নয়নের জন্য শিলান্যাস করেন মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পুর নিগমের ডেপুটি মেয়র মনিকা দাস দত্ত, পুর নিগমের কমিশনার শৈলেশ কুমার যাদব, সেন্ট্রাল জোনের চেয়ারম্যান তথা কর্পোরেটর রত্না দত্ত সহ অন্যরা।

08/07/2024

চিকিৎসকের অভাব মহকুমা হাসপাতালে

image.png

নিজস্ব প্রতিনিধি : বিশালগড় মহকুমা হাসপাতালে চিকিৎসক স্বল্পতায় নাজেহাল রোগীরা। আগত রোগীদের অভিযোগ মাত্র একজন চিকিৎসক দ্বারা বিশালগড় মহকুমা হাসপাতাল পরিচালিত হচ্ছে। ফলে বহির বিভাগে লাইনে দাঁড়িয়ে অসুস্থ রোগীরা আরও অসুস্থ হয়ে পড়ছেন। এছাড়া মহকুমা হাসপাতালে নেই স্ত্রীরোগ বিশেষজ্ঞ ডাক্তার এবং নেই রাত্রি কালীন সময়ে চিকিৎসকের বিশেষ পরিষেবা। মুখ্যমন্ত্রীর অধীনে থাকা স্বাস্থ্য দপ্তরের নিম্নমুখী কার্যকলাপের ফলে বিশালগড় মহকুমা হাসপাতালের এই দুরাবস্থা নিয়ে ক্ষোভ প্রকাশ করেন রোগীরা এবং তাদের পরিবারের লোকজন।

08/07/2024

মদের দোকান খোলার প্রতিবাদে পথ অবরোধ

image.png

আগরতলা প্রতিনিধি : জনবহুল এলাকায় মদের কাউন্টার খোলার প্রতিবাদে সোমবার সকালে সাব্রুম আগরতলা জাতীয় সড়ক অবরোধ করে বসে এলাকার প্রমিলা বাহিনী। ঘটনা সূত্রে খবর, হরিনা থেকে থাইবোং যাওয়ার পথে পশ্চিম হরিনা এলাকায় সদ্য মদের কাউন্টার খোলা হয়, যাতে করে খেপে উঠে এলাকার মহিলারা। মহিলাদের বক্তব্য এই মদের কাউন্টার খোলার পরে এলাকার যুবক থেকে শুরু করে বৃদ্ধরা নেশার জগতে ডুবে যাচ্ছে এবং সামাজিক উশৃঙ্খলতা বেড়ে যাচ্ছে। এই জনবহুল এলাকায় মদের দোকান থাকতে পারবে না। অন্য জায়গায় স্থানান্তর করতে হবে এই মদের দোকান। সড়ক অবরোধের খবর পেয়ে সাব্রুম থানার পুলিশ ঘটনাস্থলে যায় এবং দীর্ঘ বাকবিতণ্ডার পর সড়ক অবরোধ ছাড়েন মহিলারা।

08/07/2024

যাত্রাপুর থানা এলাকায় গাঁজার নার্সারি ধ্বংস

image.png

নিজস্ব প্রতিনিধি : শনিবার ভোরে গোপন খবরের ভিত্তিতে ওসি সুব্রত দেবনাথ এর নেতৃত্বে পুলিশ এবং টিএসআর একসঙ্গে মিলে যাত্রাপুর থানা এলাকায় গাঁজা বিরোধী অভিযানে নামে। যাত্রাপুর এলাকার গভীর জঙ্গলে প্রবেশ করে গাঁজার সাতটি নার্সারি ধ্বংস করে পুলিশ ও টি এস আর বাহিনী।গাঁজার নার্সারি ধ্বংসের পর ওসি সুব্রত দেবনাথ সাংবাদিকদের বলেন যাত্রাপুর থানা এলাকায় গাঁজা বাগান করার সুযোগ দেওয়া হবে না। যদিও স্থানীয়দের অভিযোগ প্রথম দফায় কয়েকটি নার্সারি ধ্বংস করে থানার পুলিশ কমিশনের রেট বাড়াতে চাইছে। পুলিশের মদতেই নাকি থানা এলাকায় গাঁজা চাষ ব্যাপকভাবে বৃদ্ধি পাচ্ছে।

06/07/2024

বসত ঘর ধ্বসে অনাথ হলো

৩ মাসের শিশুসন্তান ও ৯ বছরের নাবালিকা

image.png

নিজস্ব প্রতিনিধি : ৩ জুলাই মঙ্গলবার রাতে অতিবৃষ্টিতে বসত ঘরের মাটির ওয়াল ধ্বসে পড়ে মৃত্যু হয় খয়েরপুর মেঘলীপাড়া চা বাগানের ধর্মটিলার প্রানেশ তাঁতি এবং তার স্ত্রী ঝুমা তাঁতির । তাঁদের ৩ মাসের একটি শিশু সন্তান ও ৯ বছরের একটি নাবালিকা রয়েছে। ৩ মাসের শিশু সন্তানটি বর্তমানে জিবি হাসপাতালে মৃত্যুর সঙ্গে লড়াই করছে। অন্যদিকে ৯ বছরের নাবালিকা অনাথ অবস্থায় রয়েছে। শুক্রবার এই অসহায় পরিবারকে দেখতে যায় সিপিআইএমের এক প্রতিনিধি দল। প্রতিনিধি দলে ছিলেন সি পি আই এম রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরী, প্রাক্তন বিধায়ক পবিত্র কর এবং সিপিআইএমের সদর নেতা রতন দাস। প্রতিনিধি দলটি অসহায় পরিবারের সঙ্গে দেখা করে জিবি হাসপাতালে যায় ৩ মাসের শিশু সন্তানের শারীরিক অবস্থা দেখার জন্য। সিপিআইএম দলীয় সূত্রের খবর, ক্ষতিগ্রস্ত পরিবারটি উপযুক্ত সরকারি সাহায্য পাওয়ার জন্য সিপিআইএম দলীয়ভাবে দাবি তোলবে।

06/07/2024

image.png

হেলমেট পরিধান আসলে মস্তিষ্কের নিরাপত্তা

আগরতলা প্রতিনিধি : রাজ্যে যান দুর্ঘটনার মধ্যে অর্ধশতাংশই মোটর বাইক দুর্ঘটনা। ট্রাফিক বিধি না মেনে মোটর বাইক দুর্ঘটনা যেন রাজ্যের নিত্য দিনের যান দুর্ঘটনা। তারমধ্যে হেলমেট বিহীন মোটর বাইক চালানো একটা নিত্য অভ্যেসে পরিণত হচ্ছে চালকদের। হেলমেট পরিধান করা ট্রাফিক বিধি হলেও হেলমেট পরিধান করলে মস্তিষ্কের নিরাপত্তা অনেকটাই বেড়ে যায়। শুক্রবার ট্রাফিকের তরফে রাজধানীর উমাকান্ত একাডেমীতে হয় সচেতনতা মূলক কর্মসূচী। শিশুদের মধ্যে বিলি করা হয় হেলমেট। উপস্থিত ছিলেন ট্রাফিক সুপার মানিক লাল দাস, বিদ্যালয়ের প্রধান শিক্ষক সহ ট্রাফিকের অন্যান্য আধিকারিকরা।

05/07/2024

image.png

অনেক শূন্যপদ থাকা সত্ত্বেও নিয়োগ হচ্ছে না শিক্ষক

আগরতলা প্রতিনিধি : রাজ্যে বিদ্যালয়গুলিতে শিক্ষক স্বল্পতা থাকলেও সরকার নিয়োগ করছে না শিক্ষক। অভিভাবক মহলের দাবি শিক্ষক স্বল্পতার কারণে ব্যাঘাত ঘটছে ছাত্র-ছাত্রীদের পঠনপাঠন। অন্যদিকে ২০২২ সালে ৩৬১ জন টেট উত্তীর্ণ হয়ে এখনো বেকার। তাদের নিয়োগের কোনো সিদ্ধান্ত নিচ্ছে না শিক্ষা দপ্তর।শিক্ষা ভবনের সামনে বার বার বিক্ষোভ সংগঠিত করলেও কোন সুরাহা হচ্ছে না। ফের শুক্রবার চাকরি প্রত্যাশীরা শিক্ষা দপ্তরের আধিকারিক এবং শিক্ষা মন্ত্রীর সঙ্গে সাক্ষাতের জন্য বহুবার চেষ্টা করলেও সুযোগ পাননি। দপ্তর কোন স্পষ্টিকরণ দিচ্ছে না। ফলে হতাশগ্রস্ত চাকরি প্রত্যাশীরা।

05/07/2024

image.png

মেয়র ও কমিশনারের নির্দেশ পূজার আগে

দশমীঘাটের নির্মাণ কাজ শেষ করতে হবে

নিজস্ব প্রতিনিধি : মঙ্গলবার পুর নিগমের মেয়র দীপক মজুমদার এবং পুর নিগমের কমিশনার ডঃ শৈলেশ কুমার যাদব, কর্পোরেটর তুষার কান্তি ভট্টাচার্য সহ সংশ্লিষ্ট আধিকারিকরা হাওড়া রিভার ফ্রন্ট ডেভেলপমেন্টের কাজ পরিদর্শন করেন। হাওড়া ডেভেলপমেন্ট প্রজেক্টের জন্য বরাদ্দ করা হয়েছে ৯৯ কোটি টাকা। কাজ দ্রুতগতিতে চলছে। সামনে দুর্গা পূজার আগেই যাতে দশমীঘাটের নির্মাণ কাজ দ্রুত শেষ হয় সেদিকেও নজর দেওয়া হচ্ছে। পরিদর্শনে গিয়ে মেয়র জানান নির্মাণ কাজ আগস্ট মাসের মধ্যে শেষ হয়ে যাবে। এদিন তারা বটতলা রাজ শ্মশানও ঘুরে দেখেন। নির্মাণ কাজ কতটুকু এগিয়েছে সে বিষয়ে খোঁজ খবর নেন।

02/07/2024

image.png

মেয়র ও কমিশনারের নির্দেশ পূজার আগে

দশমীঘাটের নির্মাণ কাজ শেষ করতে হবে

নিজস্ব প্রতিনিধি : মঙ্গলবার পুর নিগমের মেয়র দীপক মজুমদার এবং পুর নিগমের কমিশনার ডঃ শৈলেশ কুমার যাদব, কর্পোরেটর তুষার কান্তি ভট্টাচার্য সহ সংশ্লিষ্ট আধিকারিকরা হাওড়া রিভার ফ্রন্ট ডেভেলপমেন্টের কাজ পরিদর্শন করেন। হাওড়া ডেভেলপমেন্ট প্রজেক্টের জন্য বরাদ্দ করা হয়েছে ৯৯ কোটি টাকা। কাজ দ্রুতগতিতে চলছে। সামনে দুর্গা পূজার আগেই যাতে দশমীঘাটের নির্মাণ কাজ দ্রুত শেষ হয় সেদিকেও নজর দেওয়া হচ্ছে। পরিদর্শনে গিয়ে মেয়র জানান নির্মাণ কাজ আগস্ট মাসের মধ্যে শেষ হয়ে যাবে। এদিন তারা বটতলা রাজ শ্মশানও ঘুরে দেখেন। নির্মাণ কাজ কতটুকু এগিয়েছে সে বিষয়ে খোঁজ খবর নেন।

02/07/2024

image_edited.jpg

ত্রিপুরা ইলেক্ট্রনিক্স রিক্সা শ্রমিক সংঘ ৫ দফা দাবি নিয়ে

ট্রাফিক সুপারের কাছে স্মারকলিপি পেশ করলো

নিজস্ব প্রতিনিধি : মঙ্গলবার প্যারাডাইস চৌমুহনী থেকে এডিনগর পর্যন্ত মিছিল করে ৫ দফা দাবি নিয়ে ট্রাফিক সুপারের কাছে স্মারকলিপি পেশ করলো ত্রিপুরা ইলেক্ট্রনিক্স রিক্সা শ্রমিক সংঘ। তাদের দাবির মধ্যে রয়েছে ই-রিক্সা শ্রমিকদের হয়রানি মূলক ছবি তোলার মাধ্যমে জরিমানার আওতায় আনা বন্ধ করা, যাত্রী ওঠানামার ক্ষেত্রে বটতলা, মোটর স্ট্যান্ড, রাধানগর, প্রতিটি পয়েন্টে নির্দিষ্ট সময় দেওয়া, আগরতলা শহর এবং শহরতলীতে যাত্রী ওঠা নামার জন্য নির্দিষ্ট স্থানের ব্যবস্থা করে দেওয়া। যতদিন পর্যন্ত পরিবহন দপ্তর কর্তৃক ফিটনেস এর জরিমানা মকুব না হচ্ছে ততদিন পর্যন্ত ইলেকট্রনিক গাড়িকে জরিমানা না করা। শ্রমিকরা দ্রুত দাবি গুলি পূরণের আহ্বান জানান ট্রাফিক সুপারের কাছে।

02/07/2024

1.jpg

নয়া ফৌজদারি আইন নিয়ে সচেতনতা শিবির

নিজস্ব প্রতিনিধি : আগরতলা পশ্চিম মহিলা থানায় পশ্চিম আগরতলা থানা ও মহিলা থানার উদোগে নয়া ফৌজদারি আইন নিয়ে সচেতনতা শিবির অনুষ্ঠিত হয়। ফৌজদারি মামলা কি? নয়া ফৌজদারি আইন নিয়ে আলোচনা করেন পশ্চিম জেলা পুলিশ সুপার ডক্টর কিরণ কুমার কে। উপস্থিত ছিলেন সমস্ত পুলিশ কর্মীরা। নয়া আইনের সচেতনতা বাড়াতেই এই বৈঠক অনুষ্ঠিত হয়।

01/07/2024

WhatsApp Image 2024-06-23 at 20.45.23_d6ec028e.jpg

সব সময় কৃষকদের পাশে রাজ্য

সরকার রয়েছে : কৃষিমন্ত্রী

26/06/2024

নিজস্ব প্রতিনিধি : শীঘ্রই ৫৯ জন এগিকালচার অফিসাররের নিয়োগ করা হবে। বুধবার সাংবাদিক সম্মেলনে একথা জানান কৃষিমন্ত্রী রতন লাল নাথ।টিপিএসসির মাধ্যমে নিয়োগের ইন্টার্ভিউ নেওয়া হয়েছিল। কিন্তু ১ জন পাওয়া যায়নি। তিনি বলেন রাজ্যে কৃষি জমির তুলনায় বন ভূমি বেশি। এর পরেও ত্রিপুরাতে কৃষিতে আর্থিকভাবে স্বাবলম্বী হওয়ার সুযোগ বেশি।তিনি বলেন,মিধিলি ঘূর্ণিঝড়ে যেসব কৃষকের ক্ষতি হয়েছে তাদের একাউন্টে টাকা পাঠিয়ে দেওয়া হবে। এছাড়া বীমা কোম্পানির তরফেও ক্ষতিপূরণ দেওয়া হবে। মন্ত্রী জানান এগ্রিকালচার অফিসারের সংকট আছে, টি পি এস সির মাধ্যেমে ৫৯ জন অফিসার নিয়োগ করা হচ্ছে।

WhatsApp Image 2024-06-23 at 20.12.23_0fbc18f8.jpg

বিদ্যালয় বন্ধ করে দেবার সিদ্ধান্ত খারিজ করার দাবী : কংগ্রেসের

নিজস্ব প্রতিনিধি : বর্তমান সরকার রাজ্যের ১৬০ টিরও বেশি সরকারি স্কুল বন্ধ করে দেওয়ার নোটিশ জারি করেছে। রাজ্য সরকার এই বিদ্যালয় গুলিকে বন্ধ করে অন্যান্য বিদ্যালয়ের সাথে যুক্ত করে দিতে চাইছে। এর ফলে বহু স্কুল পড়ুয়া দূর দুরান্ত থেকে বিদ্যালয়ে যেতে পারবে না। অশিক্ষার অন্ধকারে ডুবে যাবে বহু শিশুর ভবিষ্যৎ। আর এই সিদ্ধান্ত গ্রহণের পর থেকেই বিরোধী রাজনৈতিক দল, সাধারণ মানুষজন, অভিভাবক মহল তীব্র নিন্দা করছেন।এই প্রয়াস রুখতে এবার ময়দানে নেমে লড়াই করল যুব কংগ্রেস। কংগ্রেসের ছাত্র সংগঠন এনএসইউআই এর পক্ষ থেকে যৌথভাবে আজ ডিপার্টমেন্ট অফ স্কুল এডুকেশন এর ডাইরেক্টর এর নিকট এক ডেপুটেশন প্রদান করা হয়।

26/06/2024

WhatsApp Image 2024-06-23 at 20.21.16_d90c74f0.jpg

26/06/2024

বিলোনীয়ায় আনুষ্ঠানিক উদ্বোধন হলো প্রাণী চিকিৎসালের নবনির্মিত পাকা ভবনউপস্থিত ছিলেন প্রানী সম্পদ বিকাশ দপ্তরের মন্ত্রী

WhatsApp Image 2024-06-23 at 19.08.12_e8535822.jpg

ফের রাজ্যে আটক বাংলাদেশী নাগরিক

26/06/2024

নিজস্ব প্রতিনিধি :- বুধবার আগরতলা রেল স্টেশনে জিআরপি থানার পুলিশের হাতে আটক হয় চারজন বাংলাদেশী মহিলা। দালালের মাধ্যমে অবৈধ ভাবে বাংলাদেশ থেকে লোকজন ভারতে প্রবেশ করছে। পুলিশ সূত্রে খবর, ধৃত ভারতীয় দালালের নাম মহম্মদ কাসেম মিয়া। তাঁর বাড়ি সিপাহীজলা জেলায়। জিআরপি থানার ওসি তাপস দাস জানান, কাজের কথা বলে বাংলাদেশী নাগরিকদের অনুপ্রবেশ ঘটিয়ে ভারতের বিভিন্ন রাজ্যে পাঠানো হচ্ছে।

image.png

রাজধানীতে পালিত হলো

প্রভু জগন্নাথের স্নানযাত্রা

22/06/2024

নিজস্ব প্রতিনিধি : সনাতন ধর্মের রীতি নীতি মেনে প্রতিবছরের ন্যায় এবছরও জগন্নাথ দেবের স্নান যাত্রা অনুষ্ঠিত হয় রাজধানীর জগন্নাথ মন্দির এবং ইসকন মন্দিরে। দুই মন্দিরেই ভক্তদের ভীড় উপছে পড়ে। পৌরাণিক কাহিনী অনুসারে জ্যৈষ্ঠ মাসের পূর্ণিমা তিথিতে স্বয়ম্ভু মনুর যজ্ঞের প্রভাবে প্রভু জগন্নাথ দেবের আবির্ভাব হয়েছিল। স্বয়ম্ভু মনুর নির্দেশ অনুসারে জ্যৈষ্ঠ মাসের পূর্ণিমা তিথিকে জগন্নাথের জন্মদিন উপলক্ষ্যে স্নানযাত্রা উৎসব পালিত হয়ে থাকে।শনিবার ইসকন আগরতলার তরফে নিয়ম নিষ্ঠার সঙ্গে প্রভু জগন্নাথ দেবের স্নানযাত্রা পালিত হয় পূর্বাশার মাঠে। উপস্থিত ছিলেন পুর নিগমের ডেপুটি মেয়র মনিকা দাস দত্ত, প্রাক্তন বিধায়ক ডাঃ দিলিপ দাস সহ অন্যরা।

image.png

নতুন বিধায়ক হিসেবে শপথ নিলেন রামনগর বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী দীপক মজুমদার

নিজস্ব প্রতিনিধি :-বিধায়ক হিসেবে শপথ নিলেন রামনগর বিধানসভা কেন্দ্রের উপ-নির্বাচনে জয়ী দীপক মজুমদার। ১৯ জুন এক আনন্দময় অনুষ্ঠানের মধ্যদিয়ে তিনি শপথ গ্রহণ করেন বিধানসভায় । নবনির্বাচিত বিধানসভার সদস্যকে শপথ বাক্য পাঠ করান বিধানসভার অধ্যক্ষ বিশ্ববন্ধু সেন ।এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা, মন্ত্রিসভার সদস্য সুশান্ত চৌধুরী, টিঙ্কু রায়, প্রনজিত সিংহ রায়, সান্তনা চাকমা, বিধানসভার মুখ্য সচেতক কল্যাণী রায়, উপাধ্যক্ষ রাম প্রসাদ পাল, কংগ্রেস বিধায়ক সুদীপ রায় বর্মণ, ত্রিপুরা প্রদেশ কংগ্রেস সভাপতি রাজীব ভট্টাচার্য, প্রায় সমস্ত বিজেপি বিধায়ক সহ পুলিস প্রশাসনের উচ্চ পদস্থ আধিকারিকরা ও।

শপথ গ্রহণ শেষে নতুন বিধায়ককে শুভেচ্ছা জানান মন্ত্রী-বিধায়করা। নবনির্বাচিত বিধায়কের শপথ গ্রহণ আনুষ্ঠান শেষে তিনি বলেন,রামনগর বিধানসভার উন্নয়নের পাশাপাশি সমগ্র রাজ্যের উন্নয়নের লক্ষ্যে কাজ করবেন। পবিত্র বিধানসভায় প্রবেশ করেছেন তিনি। উনার রাজনৈতিক জীবনে নতুন অধ্যায়ের সুচনা হয়েছে। উল্লেখ্য রামনগর বিধানসভা কেন্দ্রের বিধায়ক সুরজিত দত্তের অকাল প্রয়াণে আসনটি শূন্য হয়ে পড়েছিল। শূন্য আসনের উপ- নির্বাচনে লড়াই করে বিপুল ভোটে জয়ী হয়েছেন দীপক মজুমদার।

19/06/2024

18/06/2024

দ্রুত চাকরি প্রদানের দাবিতে বিক্ষোভ কর্মসূচি টেট উত্তীর্ণদের

নিজস্ব প্রতিনিধি : ২০২২ সালে ত্রিপুরা রাজ্যের ৩৬১ পরীক্ষার্থী টেট পরীক্ষায় উত্তীর্ণ হয়। পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পরে দু বছর অতিক্রান্ত হয়ে গেল কিন্তু কোন এক অজ্ঞাত কারণে উত্তীর্ণদের শিক্ষক পদে নিয়োগ হচ্ছে না। নিয়োগনীতি অনুসারে অবিলম্বে তাদের শিক্ষক পদে নিয়োগ করার দাবিতে আজ শিক্ষা ভবনের সামনের বিক্ষোভ কর্মসূচিতে সামিল হয়েছেন তারা।

image.png

টানা বর্ষণে জাতীয় সড়কে পড়ল ধ্বস

18/06/2024

নিজস্ব প্রতিনিধি : প্রতি বছরের ন্যায় এবারও বর্ষা মরশুমে পাহাড় বেষ্টিত ত্রিপুরার আসাম-আগরতলা জাতীয় সড়কে মঙ্গলবার টানা বর্ষণে পড়ল ধ্বস। ঘটনা আঠারোমুড়া পাহাড়ে। আটকে যায় যানবাহন এবং ভেঙ্গে পড়ল গাছ। মানুষের ক্ষতি না হলেও ধ্বস পড়ার খবর পেয়ে স্থানীয় প্রশাসনের সংশ্লিষ্ট দায়িত্বপ্রাপ্তরা ছুটে যায় ঘটনাস্থলে। রাস্তা পরিষ্কারের পর স্বস্তি পান রাস্তার দুই পাশে আটকা পড়া যানবাহন সহ যাত্রীরা।

image.png

18/06/2024

বর্ষা মরশুমে মন্ত্রীর বার্তা

নিজস্ব প্রতিনিধি : মঙ্গলবার সচিবালয়ে সাংবাদিক সম্মেলন করেন খাদ্যমন্ত্রী সুশান্ত চৌধুরী। সাংবাদিক সম্মেলনে খাদ্যমন্ত্রী বলেন, এই বর্ষা মরশুমে যাতে রাজ্যে চাল, ডাল, তেল, লবণ এবং পেট্রোল-ডিজেলের কোনো ঘাটতি না হয় সেজন্য পর্যাপ্ত পরিমাণ ভাবে এগুলি মজুত করা হয়েছে। তাই রাজ্যে এগুলির অভাব হবে না। তিনি বলেন, খাদ্যসামগ্রী এবং পেট্রল-ডিজেল যেহেতু মজুত রাখা হয়েছে তাই এগুলি নিয়ে কালোবাজারি কোনমতেই বরদাস্ত করা হবে না। অভিযোগ পাওয়া মাত্রই ব্যবস্থা নেওয়া হবে। প্রতিনিয়ত বাজারে বাজারে অভিযান চলছে।

image.png

17/06/2024

প্রদেশ মহিলা কংগ্রেসের উদ্যোগে ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচন নিয়ে এক গুরুত্বপূর্ণ বৈঠক

নিজস্ব প্রতিনিধি : জুলাই মাসের শেষে হতে পারে রাজ্যের ত্রি-স্তরীয় পঞ্চায়েত নির্বাচন। ত্রি-স্তরীয় পঞ্চায়েত নির্বাচনের দিনক্ষণ ঘোষণার আগেই প্রদেশ কংগ্রেস পঞ্চায়েত নির্বাচনে লড়াই করবে বলে ঘোষণা দিয়েছে। প্রদেশ কংগ্রেস সেই মতো সাংগঠনিক কর্মসূচী শুরু করে দিয়েছে। সোমবার আগরতলার পোস্ট অফিস চৌমহনী স্থিত কংগ্রেস ভবনে হয় মহিলা কংগ্রেসের সাংগঠনিক বৈঠক। উপস্থিত ছিলেন ত্রিপুরা প্রদেশ কংগ্রেস সভাপতি আশিষ কুমার সাহা, মহিলা কংগ্রেসের সভানেত্রী সর্বানি ঘোষ চক্রবর্তী সহ অন্যরা।বৈঠকে আলোচনা করতে গিয়ে আশিষ কুমার সাহা বলেন, পঞ্চায়েত নির্বাচনে ৫০ শতাংশ আসন মহিলাদের জন্য সংরক্ষিত। তিনি জানান কংগ্রেস এই পঞ্চায়েত নির্বাচনে লড়াই করার যে প্রস্তুতি নিচ্ছে, মহিলাদের অংশগ্রহণ যেন এর মধ্যে ব্যাপক হয়।ত্রি-স্তরীয় পঞ্চায়েত নির্বাচনে লড়াইয়ের জন্য সমস্ত অংশের মহিলারা যেন এগিয়ে আসার জন্য উদ্যোগ গ্রহণ করতে হবে। আশিষ কুমার সাহা অভিযোগ করেন রাজ্যে পঞ্চায়েত গুলিতে বেহাল অবস্থা।

image.png

নেশার বলি রাজ্যের

২১ বছর বয়সের যুবক

নিজস্ব প্রতিনিধি : মৃতের নাম আকাশ সরকার। বয়স একুশ বছর। রাজ্যে । রাজ্যের আনাচে কানাচে নেশার রমরমা। বিক্রি হচ্ছে নেশা জাতীয় সামগ্রী। আর এই নেশার কবলে পড়ে মৃত্যু হচ্ছে বহু যুবকের প্রাণ। ফের রাজ্যে নেশার বলি হল সিধাই মোহনপুরের কালিকামুড়া এলাকার বাসিন্দা ২১ বছর বয়সের যুবক আকাশ সরকার।একুশ বছরের আকাশ অনেকদিন ধরে বাড়ির লোকজনের অজান্তে নেশার ট্যাবলেট খেত। কিছদিন আগে বাড়ির লোকজন তা জানতে পারে। তারা ঘটনা জানার পর নেশা মুক্তি কেন্দ্রে নিয়ে যায় আকাশকে। কিছুদিন আগে বাড়িতে আচমকা অসুস্থ হয়ে পড়ে আকাশ। তাকে জিবি হাসপাতালের আই সি ইউতে চিকিৎসার জন্য নিয়ে আসা হয়। করানো হয়। শেষ রক্ষা করতে ব্যর্থ হন চিকিৎসকরা। সোমবার সকালে মৃত্যুর কোলে ঢলে পরে ২১-এর আকাশ।

17/06/2024

image.png
16/06/2024

অঙ্গনওয়াড়ি কর্মীদের দ্রুত গ্র্যাচুইটি প্রদানের দাবিতে সরব হলো সি আই টি ইউ

নিজস্ব প্রতিনিধি : ভারতে ১৯৭৫ সাল থেকে আইসিডিএস প্রকল্প চালু হয়েছে। ২০২৩ সালের ডিসেম্বর পর্যন্ত হিসেব অনুযায়ী দেশে প্রায় ২৩ লাখ ৭১ হাজার ২০৩ জন কর্মী-সহায়িকা কাজ করছেন। ত্রিপুরায় রয়েছে ১৯,৭৪৮ জন অঙ্গনওয়াড়ি কর্মী-সহায়িকা। তাদের মজুরি খুবই কম। মা-শিশুদের দেখভালের জন্য বিশাল কাজ করে আসছেন অঙ্গনওয়াড়ি কর্মী-সহায়িকারা।কর্মীদের গ্র্যাচুইটি দেওয়ার জন্য ২০২২ সালে সুপ্রিম কোর্ট রায় দেয়। কিন্তু এই রায় কার্যকর করার জন্য রাজ্য সরকারের যে উদ্যোগ নেওয়া দরকার ছিল তা গ্রহণ করেনি। ত্রিপুরায় অঙ্গনওয়াড়ি কর্মী-সহায়িকারা ত্রিপুরা হাইকোর্টে একটি মামলা করেন। উচ্চ আদালত মামলাকারীদের পক্ষে রায় দেন। অভিযোগ এক মাস অতিক্রান্ত হয়ে গেলেও রাজ্য সরকার এখনও অঙ্গনওয়ারি কর্মী- সহায়িকাদের গ্র্যাচুইটি কার্যকর করছে না।তাই রাজ্য সরকারের কাছে সি আই টি ইউ অনুমোদিত ত্রিপুরা অঙ্গনওয়াড়ি কর্মী-সহায়িকা সংগঠন আবেদন জানায় এই রায় দ্রুত কার্যকর করার। রবিবার সংগঠনের তরফে সাংবাদিক সম্মেলন করা হয় সি আই টি ইউ রাজ্য দপ্তরে।

image.png
16/06/2024

পুলিশের জালে আটক মানব পাচারকারী

নিজস্ব প্রতিনিধি : আটক ৪ বাংলাদেশী নাগরিকদের জিজ্ঞাসাবাদ চালিয়ে আগরতলা রেল স্টেশনে এক মানব পাচারকারীকে আটক করলো জি আর পি থানার পুলিশ। ধৃতের নাম জুটন দত্ত। তাঁর বাড়ি দক্ষিণ জেলার বিলোনিয়া মহকুমার মতাই এলাকায়। জিআরপি থানার ওসি তাপস দাস জানান সম্প্রতি অবৈধ ভাবে ভারতে প্রবেশ করে চার বাংলাদেশী মহিলা।জুটন দত্ত-র বিরুদ্ধে এর আগেই বহিঃরাজ্যে মামলা রয়েছে। পুলিশ জানায় ধৃত বাংলাদেশী নাগরিকরা জানায় জুটন দত্তের মাধ্যমে তারা ভারতে প্রবেশ করেছে।ধৃতদের কাছ থেকে তথ্য পেয়েই মানব পাচারকারীকে আটক করেছে পুলিশ।

image.png
16/06/2024

সরকারি অফিসে দুস্কৃতি হামলা

নিজস্ব প্রতিনিধি : ১৫ জুন শনিবার দুপুরে অফিস চলাকালীন সময়ে কৈলাসহরের গৌরনগর ব্লক অফিসের রুমে হঠাৎ করে ৩ জন লোক প্রবেশ করে পুলকেশ নাগ নামে এক সরকারি কর্মী-কে মারধোর শুরু করে । তাদের মধ্যে একজন নুরপুরের বাসিন্দা জুয়েল আহমেদ, দ্বিতীয়জন আব্দুল কাদির এবং তৃতীয়জন ইয়াজে খাওরা গ্রামের বাসিন্দা রাজিব আলী। এই ঘটনা লক্ষ্য করে পুলকেশ নাগকে আক্রমণের হাত থেকে বাঁচাতে উঠে দাঁড়ান উনার সহকর্মী পিংকি পাল চৌধুরী, তখন পিংকি দেবীর গায়ে ধাক্কা দিয়ে অফিস রুম থেকে বের করে দিয়ে আবারও বেধড়কভাবে পুলকেশ নাগকে মারধর করতে থাকে । মারধর করার পর অফিস কক্ষের আসবাবপত্র থেকে শুরু করে কম্পিউটার এলোমেলো করে দেয় সেই দুষ্কৃতী কারীরা। হঠাৎ করে কেন এভাবে অফিস কক্ষে এসে এই ঘটনা সংঘটিত করলো তারা এই ব্যাপারে জানতে চাইলে পুলকেশ বাবু কিছুই জানেন না বলে জানান। এই ঘটনার পর তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়ে অফিস কমপ্লেক্সে । একে একে সকলে জড়ো হতে থাকেন । খবর দেওয়া হয় কৈলাসহর থানায়। আহতদের নিয়ে যাওয়া হয় ঊনকোটি জেলা হাসপাতালে।

image.png

আইএলএস হাসপাতালে ১৪ লক্ষের বিল

দেওয়ার পরও সুস্থ হল না ছেলে

15/06/2024

নিজস্ব প্রতিনিধি : বিগত ২৭ দিন ধরে আইএলএস হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে দশম শ্রেণী পড়ুয়া এক ছাত্র। তার নাম শুভজিৎ দাস , বয়স ১৬ বছর, পিতার নাম বিশ্বজিৎ দাস। তার বাড়ি চড়িলাম ব্লকের উত্তর চড়িলাম গ্রাম পঞ্চায়েতের পুরান বাড়ি এলাকায়। ২০ মে বন্ধুদের সঙ্গে ঘুরতে গিয়ে বিশ্রামগঞ্জ বালুয়া ছড়ি এলাকায় রেল ব্রিজ থেকে বাইক সহ অনেক নিচে পড়ে যায় তিন বন্ধু। মারাত্মকভাবে আহত হয় শুভজিৎ। ২০ মে গভীর রাতে আগরতলা জিবিপি হাসপাতাল থেকে তাকে রেফার করা হয় আইএলএস হাসপাতালে। আইএলএস হাসপাতালে ভেন্টিলেশনে ১৫ দিন পরে জ্ঞান ফিরে আসে তার। এখনো তার অবস্থা সংকটজনক।বিগত ২৭ দিন ধরে আইএলএস হাসপাতালে চলছে তার চিকিৎসা, যা স্বভাবতই অনেকটা ব্যয় বহুল। আইএলএস হাসপাতালের বিল মেটাতে গিয়ে শুভজিৎ এর বাবা এবং মা সোনা গয়না হাঁস-মুরগি গবাদি পশু এমনকি নিজের বসত ঘর এবং বসত ঘরে জায়গাটুকু বন্ধক দিয়ে ১৪ লক্ষ টাকা বিল মিটিয়েছেন আইএলএস হাসপাতালে। আইএলএস হাসপাতালের চিকিৎসকরা এখন বহিঃরাজ্যে চিকিৎসার জন্য দাবি করছে। চিকিৎসকরা বলছেন এখানে শুভ্রজিতের চিকিৎসা সম্ভব না। আইএলএস হাসপাতালের অর্থলোভের জন্য হতদরিদ্র পরিবারটির ভিটেমাটি পর্যন্ত বিক্রি হয়ে গেল। এখন একমাত্র সন্তানের চিকিৎসার জন্য মুখ্যমন্ত্রীর কাছে সাহায্য প্রার্থনা চাইলেন গর্ভধারিণী মা। অর্থাভাবে অসুস্থ ছেলেকে সারিয়ে তুলতে অক্ষম তিনি। তাই মুখ্যমন্ত্রীর কৃপা দৃষ্টি চাইলেন।

image.png

কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে কুশপুত্তলিকা দাহ করলো যুব কংগ্রেস

15/06/2024

নিজস্ব প্রতিনিধি : শনিবার কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের কুশপুত্তলিকা আগরতলা শহরে দাহ করে পদত্যাগ দাবি করলো প্রদেশ যুব কংগ্রেস। নীট ইউ জি পরীক্ষার ফলাফলে দুর্নীতির অভিযোগ এনে সরব বিরোধী ছাত্র সংগঠনগুলি। শনিবার শহরে এই দুর্নীতির প্রতিবাদ জানিয়ে বিক্ষোভ মিছিল করে ত্রিপুরা প্রদেশ যুব কংগ্রেস।আগরতলা প্রেস ক্লাবের সামনে থেকে বের হয় মিছিল। শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে রাজধানীর কামান চৌমুহনীতে শেষ হয় বিক্ষোভ মিছিল। সেখানে যুব কংগ্রেস কর্মীরা কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর কুশপুত্তলিকা দাহ করেন।

image.png

কৃষকদের কাছ থেকে সহায়ক

মূল্যে ধান ক্রয় করছে সরকার

15/06/2024

নিজস্ব প্রতিনিধি : রাজ্যের অন্নদাতা কৃষকরা আর্থিকভাবে শক্তিশালী হওয়ার জন্য বছরে দুই বার কৃষকদের কাছ থেকে ধান কেনা হচ্ছে সহায়ক মূল্যে। প্রতিবছর বিজেপি সরকার কৃষকদের কাছ থেকে ধান ক্রয় করবে। পূর্বতন বাম সরকার কখনও কৃষকদের কাছ থেকে ধান কিনেনি। বরং কেন্দ্রের উপর দোষ চাপিয়ে দিয়েছে। ধান ক্রয়ের কর্মসূচীর উদ্বোধনী অনুষ্ঠানে একথা গুলি বললেন খাদ্যমন্ত্রী সুশান্ত চৌধুরী।খাদ্যমন্ত্রী বলেন,আগামী এক মাসের মধ্যে সরকারিভাবে ধান কেনার কাজ শেষ হবে। কারন রাজ্য সরকার চাইছে পঞ্চায়েত নির্বাচনের দিনক্ষন ঘোষনা হওয়ার আগে কৃষকদের উৎপাদিক ধান যেন ক্রয় হয়ে যায়। কৃষকদের কাছ থেকে এই মরশুমে ধান ক্রয়ের কর্মসূচীর রাজ্য ভিত্তিক কর্মসূচীর উদ্বোধন হয় শনিবার জোলাইবাড়িতে।অনুষ্ঠানে কৃষিমন্ত্রী রতন লাল নাথ বাম আমলের সঙ্গে বর্তমান সরকারের কৃষি ব্যবস্থার বিভিন্ন দিকগুলি তুলে ধরেন। কৃষি মন্ত্রী জানান বিগত বাম আমলে কৃষকদের কোনপ্রকার উন্নয়ন করার কথা ভাবা হয়নি। বর্তমান সময়ে কৃষকদের উন্নয়নের পাশাপাশি কৃষকদের উৎপাদিত ফসল সরকারিভাবে ক্রয় করা হচ্ছে ও আনারস থেকে শুরু করে কৃষকদের উৎপাদিত বিভিন্ন ফসল দেশের বাইরে পাঠানো হচ্ছে।

image.png

চে গুয়েভারার জন্মদিন পালিত হয়

আগরতলা মেলারমাঠ ছাত্র- যুব ভবনে

14/06/2024

নিজস্ব প্রতিনিধি : গোটা পৃথিবীর ছাত্র যুবদের কাছে উতসাহের নাম চে গুয়েভারা। অত্যাচারিত মানুষদের পাশে দাঁড়ানোর বাম পন্থীদের যে শিক্ষা দেয় সেই শিক্ষা দানের আরেকটা নাম হচ্ছে চে গুয়েভারা। শুক্রবার আগরতলা মেলারমাঠ ছাত্র- যুব ভবনে একথা বললেন যুব নেতা নবারুণ দেব।প্রতিবছরের মতো সারা পৃথিবীর সঙ্গে এবছরও রাজ্যে উনার ৯৭ তম জন্মদিন যথাযোগ্য মর্যাদায় উদযাপন করা হয়। এবছরও এর ব্যতিক্রম ঘটেনি।বিপ্লবী চে গুয়েভারার প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশনের রাজ্য সম্পাদক নবারুণ দেব, ভারতের ছাত্র ফেডারেশনের রাজ্য সভাপতি সুলেমান আলি সহ অন্যরা। চে গুয়েভারা ছিলেন একজন আর্জেন্টিনীয় মার্ক্সবাদী, বিপ্লবী, চিকিৎসক, লেখক, বুদ্ধিজীবী, কূটনীতিবিদ, সামরিক তত্ত্ববিদ এবং কিউবার বিপ্লবের প্রধান ব্যক্তিত্ব। তবে তিনি সারা বিশ্ব ‘চে’ নামেই পরিচিত।

1.jpg
2.jpg
image.png

মৎস্য অধিদপ্তরের পর্যালোচনা সভায়

যোগ দেন মৎস্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি : মাছের উৎপাদন বাড়াতে বিভাগটি সুনির্দিষ্ট পরিকল্পনা নিয়ে কাজ করছে। মৎস্যজীবীদের সার্বিক কল্যাণে কেন্দ্র ও রাজ্য সরকার গৃহীত প্রকল্পগুলির যথাযথ বাস্তবায়নের কারণে সাফল্য আসছে।”বৃহস্পতিবার গোর্খাবস্তিতে মৎস্য দফতরের সম্মেলন কক্ষে মৎস্য দফতরের রাজ্যভিত্তিক পর্যালোচনা সভায় মৎস্যমন্ত্রী সুধাংশু দাস একথা বলেন।পর্যালোচনা সভায় মৎস্য বিভাগের মুখ্য সচিব বিএস মিশ্র, পরিচালক মোসলেমউদ্দিন আহমেদ, ভারপ্রাপ্ত যুগ্ম পরিচালক সুভাষ সিং জামাতিয়া, বিভিন্ন জেলা ও মহকুমা মৎস্য সুপারভাইজার, মৎস্য সম্প্রসারণ আধিকারিক, প্রকৌশলী এবং বিভিন্ন দপ্তরের আধিকারিকরা উপস্থিত ছিলেন।পর্যালোচনা সভায় মৎস্যমন্ত্রী বলেন, “গত এপ্রিলে অধিদপ্তরের এমন একটি পর্যালোচনা সভা হয়েছিল। গত পর্যালোচনা সভায় গৃহীত সিদ্ধান্তগুলি কতটা বাস্তবায়িত হয়েছে এবং কতটা অর্জন করেছে তা খতিয়ে দেখতে আজকের পর্যালোচনা সভা অনুষ্ঠিত হচ্ছে।”তিনি আরও বলেন, “সরকারি জলাশয় ও হ্যাচারিতে মাছের উৎপাদন বাড়াতে জোর দিতে হবে। নলেজ সেন্টারের উচিত জেলেদের উৎসাহিত করা।মৎস্যমন্ত্রী বলেন, সামনে দুর্গোৎসব। দশমীর দিনে মৎস্য দফতরের কাউন্টার থেকে রাজ্যের মানুষ যাতে কম দামে ভাল মাছ কিনতে পারে সে জন্য দপ্তরের উদ্যোগ নেওয়া উচিত। গত বছর পহেলা বৈশাখ ও জামাই ষষ্ঠীর দিনেও এই উদ্যোগ নিয়েছিল বিভাগ।

13/06/2024
image.png

বামুটিয়া ফাঁড়ির বিরাট সাফল্য, উদ্ধার নিষিদ্ধ কফ সিরাপ

12/06/2024

নিজস্ব প্রতিনিধি :- বামুটিয়া পুলিশ ফাঁড়ির অন্তর্গত রাঙ্গুটিয়া এলাকার নারায়ণ দাসের বাড়িতে এদিন এই নেশা বিরোধী অভিযানে বাড়ি থেকে কিছু না পেলেও বাড়ির পাশের জঙ্গল থেকে উদ্ধার হয় ৭৫ বোতল অবৈধ এসকফ কফ সিরাপ মঙ্গলবার সন্ধ্যা রাতে। বামুটিয়া ফাঁড়ির ওসি এন্টনি জমাতিয়ার নেতৃত্বে করা হয় এই অভিযান। যদিও এই অভিযানে কাওকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।এই বিষয়ে বামুটিয়া ফাঁড়ির ওসি এন্টনি জমাতিয়া সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে জানান গোপন সংবাদের ভিত্তিতে রাঙ্গুটিয়া এলাকার নারায়ণ দাস , পিতা মানিক দাস এর বাড়িতে অভিযান চালিয়ে এই অবৈধ নেশা সামগ্রী উদ্ধার করতে সক্ষম হয় পুলিশ এবং এন ডি পি এস আইন অনুযায়ী নির্দিষ্ট ধারায় মামলা নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ। এই নেশা কারবারির বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানান তিনি। তবে স্থানীয় সূত্রে খবর নারায়ণ দাস সামান্য একজন চুনো পুটি কারবারি । প্রকৃত সাফল্য পেতে হলে রাঘব বোয়ালদের জালে তুলতে হবে পুলিশ কে। রাঘব বোয়ালদের ছেড়ে রেখে পুটি মাছ ধরে পিঠ বাঁচানোর চেষ্টা করছে পুলিশ, এমনটাও অভিযোগ করছে সচেতন মহল।

image.png

বামকর্মীর বাড়িতে দুষ্কৃতী হামলা, পরিদর্শনে প্রাক্তন মুখ্যমন্ত্রী

12/06/2024

নিজস্ব প্রতিনিধি :- শিবনগরস্থিত সিপিএম কর্মী মনিশ ঘোষের বাড়িতে রাতের অন্ধকারে একদল দুষ্কৃতকারীর হামলা। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান সিপিআইএম নেতা তথা প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার। ঘটনার বিবরণে জানা যায় প্রায় ১০ জন দুষ্কৃতিকারী প্রথমে মনিশ ঘোষের বাড়ির সামনে গালাগাল করে।গেট বন্ধ থাকায় তারা বাড়িতে ঢুকতে পারেনি। ইটের টুকরো দিয়ে তার বাড়ির কাচের জানালা এবং দরজা ভেঙে দেওয়া হয়। রিভলবার দেখিয়ে মনিশ ঘোষকে বাইরে বের হলে গুলি করে হত্যার হুমকি দেয়।পরিবারের লোকজন খবর জানিয়েছিলেন পূর্ব আগরতলা থানায়। স্থানীয় লোকজন বের হলে হামলাকারীরা সেখান থেকে চলে যায়। পরবর্তীকালে পুলিশ এসে ঘটনার প্রাথমিক তদন্ত করে। ঘটনায় রাজ্যের মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে সুস্থ তদন্তের দাবি তুলেছিলেন।

image.png

টিটিএএডিসি-তে নিয়োগ পরীক্ষার আগেই প্রশ্নপত্র ফাঁস

নিজস্ব প্রতিনিধি : ত্রিপুরা রাজ্যের টিটিএএডিসি প্রশাসনের আওতাধীন শূন্য পদ পূরণের জন্যে নিয়োগ পরীক্ষা হবার কথা ছিল চলতি মাসের ৯ তারিখ রবিবার। কিন্তু ৮ই জুন শনিবার এই নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হয়ে যায় বলে খবর ছড়িয়ে পরে।নিয়োগ পরীক্ষা সংক্রান্ত এই দুর্নীতির বিষয়ে তীব্র প্রতিবাদ জানিয়ে সামাজিক মাধ্যমে তিপ্রামথার দলীয় সুপ্রিমো প্রদ্যুত কিশোর দেববর্মা ব্যাপক ক্ষোভ ব্যক্ত করেছেন। মথা সুপ্রিমো এই ঘটনার তদন্তের দাবীও জানিয়েছেন। সব দিক খতিয়ে দেখেই দ্রুত পদক্ষেপ নেবার নির্দেশ দেন রাজ্য সরকারও। প্রশ্নপত্র ফাঁস করার ঘটনায় একের পর এক দোষীদের গ্রেফতার করতে সক্ষম হচ্ছে পুলিশ। আগরতলা থেকে চয়ন সাহা নামে এক ব্যক্তি কে গ্রেফতার করেছিল পশ্চিম থানার পুলিশ। সূত্রের খবর গোলাঘাটি বিধানসভার অন্তর্গত কসবা এলাকা থেকে বিশালগড় থানা পুলিশের হাতে গ্রেফতার হয়েছে অমিত দেববর্মা নামের এক ব্যক্তি। সোমবার দুপুরে অভিযুক্ত অমিত দেববর্মাকে পশ্চিম থানা পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে। টিটিএএডিসি প্রশাসন উক্ত বিষয়ে দ্রুত পদক্ষেপ গ্রহণ করায় খুশি হয়েছেন শিক্ষার্থী মহল ও। এদিকে টিটিএএডিসি প্রশাসন অভিযুক্তদের কঠোর শাস্তির দাবি জানিয়েছেন এদিন।

09/06/2024
WhatsApp Image 2024-06-08 at 5.57.02 AM.jpeg

প্রশ্ন উঠছে পুলিশের দায়িত্ব নিয়ে

নিজস্ব প্রতিনিধি : সম্প্রতি আগরতলা শহরে ছিনতাই বেড়ে চলেছে। শহরের মহিলাদের মধ্যে আতঙ্ক বাড়ছে । প্রশ্ন উঠছে রাজধানীতে পুলিশের দায়িত্ব নিয়ে। রাজধানীর জয়নগর ৪ নম্বর গলি এলাকার বাসিন্দা বৃদ্ধা সন্ধ্যা রানী সূত্রধর প্রায়দিনই নাতনিকে গৃহশিক্ষকের বাড়ি থেকে নিয়ে আসেন।বৃদ্ধার অভিযোগ বাড়ি সংলগ্ন এলাকায় বাইক নিয়ে এসে এক ছিনতাইকারী মহিলার গলা থেকে স্বর্ণের হার ছিঁড়ে নিয়ে যায়। ঘটনায় হতভম্ব বৃদ্ধা।খবর পেয়ে ছুটে যায় পুলিশ। মামলা নিয়ে ঘটনার তদন্ত করছে। এভাবে শহরে ছিনতাইয়ের ঘটনা বেড়ে চলায় উদ্বিগ্ন শহরবাসী।

08/06/2024
image.png

ত্রিপুরা রাজ্য বিদ্যুৎ নিগমের লাইনম্যান ও হেল্পাররা বেতন বৃদ্ধির দাবিতে বিক্ষোভ দেখান

নিজস্ব প্রতিনিধি : ক্ষুব্ধ ত্রিপুরা রাজ্য বিদ্যুৎ নিগমে নিযুক্ত লাইনম্যান ও হেল্পাররা। ঝড়-বৃষ্টি ভেঙে ১২ ঘণ্টা করে পরিশ্রম করে গেলেও বাড়ছে না বেতন। প্রতিশ্রুতি ছিল বেতন বৃদ্ধির। কিন্তু ৪ বছরে বাড়েনি বেতন। শনিবার কর্মীরা একত্রিত হয়ে বিক্ষোভ দেখান নিগমের প্রধান কার্যালয়ের সামনে।বিদ্যুৎ নিগমের এলটি লাইনে কাজ করার জন্য ভিশন প্লাস সংস্থার অধীন রাজ্যের বিভিন্ন জায়গায় লাইনম্যান ও হেল্পার হিসেবে কাজে যোগ দেন। কিন্তু বিদুৎ কর্মীরা মানুষের স্বার্থে প্রাকৃতিক দুর্যোগ হলে কখনও কখনও এস টি লাইনের কাজ করতে হচ্ছে। বর্তমানে লাইনম্যানরা মাসে পান ১০৫০০ টাকা ও হেল্পাররা পায় ৭৭৭৮ টাকা।এই অবস্থায় বেতন বৃদ্ধি, কাজের সময় ৮ ঘণ্টা করা, কর্মীর সংখ্যা বাড়ানো সহ বিভিন্ন দাবিতে ভুতুরিয়া বিদ্যুৎ নিগমের প্রধান কার্যালয়ের সামনে লাইনম্যান ও হেল্পাররা বিক্ষোভ দেখান।

08/06/2024
image.png

রাজ্যের মুখ্যমন্ত্রী মানিক সাহা নরেন্দ্র মোদীকে শুভকামনা ও অভিনন্দন জানান

নিজস্ব প্রতিনিধি : প্রতিনিধি : এনডিএ পরিষদীয় দলের বৈঠকে সর্বসম্মতিক্রমে পরিষদীয় দলনেতা হিসেবে নির্বাচিত হন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডাঃ মানিক সাহা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে শুভকামনা ও অভিনন্দন জানান । তিনি আশা প্রকাশ করেন, আগামী দিনে নরেন্দ্র মোদির নেতৃত্বাধীন এনডিএ সরকার দেশের জনসাধারণের জন্য আরও দৃঢ় প্রতিজ্ঞা নিয়ে কর্মতৎপর হবে।পুরানো সংসদ ভবনের সেন্ট্রাল হলে এন ডি এর নেতারা জড়ো হন। শিবিরে মুখ্যমন্ত্রীরা সহ চন্দ্রবাবু নাইডু, নীতীশ কুমার এবং একনাথ শিণ্ডে ছাড়াও, চিরাগ পাসোয়ান, জিতান রাম মাঞ্জি, অনুপ্রিয়া প্যাটেল, পবন কল্যাণ প্রধান মঞ্চে উপস্থিত ছিলেন।

08/06/2024
image.png

খুব শীঘ্রই চালু হবে কমলাসাগর সীমান্ত হাট

08/06/2024

নিজস্ব প্রতিনিধি : রাজ্যের বেকার যুবক-যুবতীদের মধ্যে শিল্প উদ্যোগী ও বিপণনের দক্ষতা গড়ে তোলা হবে, শুক্রবার মহাকরণে সাংবাদিক সম্মেলনে একথা জানান শিল্প ও বাণিজ্য দপ্তরের সচিব কিরণ গিত্যে। তিনি শিল্প ও বাণিজ্য দপ্তরের বিভিন্ন কর্মসূচী গুলি তুলে ধরেন। আগামী তিন বছরে রাজ্যের ৩২ হাজার বেকার যুবক- যুবতীদের চিহ্নিত করে ক্ষুদ্র-ছোট-মাঝারি শিল্পের উন্নয়নে ও প্রসারে প্রশিক্ষণ দেওয়া হবে। কেন্দ্রীয় ক্ষুদ্র ও মাঝারি শিল্প মন্ত্রক ত্রিপুরার এই শিল্পের উন্নয়নে ৬৫ কোটি ১৭ লাখ টাকা অনুমোদন দিয়েছে। ৬ জন বিনিয়োগকারী ২৯৮৫ কোটি টাকা ইতিমধ্যে ত্রিপুরায় বিনিয়োগ করেছে। সাংবাদিক সম্মেলনে সচিব আরও জানান, চলতি বছরের মার্চ মাসে দিল্লিতে উত্তর-পূর্বাঞ্চল ইনভেস্টমেন্ট সামিট হয়। সেখানে ১৪ টি মৌ স্বাক্ষরিত হয়। শিল্প ও বাণিজ্য দপ্তরের সচিব কিরণ গিত্যে জানান, আগরতলায় টি অকশন সেন্টার খোলা হয়েছে ত্রিপুরা চা উন্নয়ন নিগমের তরফে।মাছমারায় মিনি টি প্রক্রিয়াকরণ সেন্টার গড়ে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে। তিনি জানান কমলাসাগর সীমান্ত হাট খুব শীঘ্রই চালু করা হবে। এদিন সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন শিল্প ও বাণিজ্য দপ্তরের অধিকর্তা বিশ্বশ্রী বি।

image.png

৭ জুন থেকে ৯ জুন পর্যন্ত তিন দিনের লিভার সম্মেলন আয়োজন

নিজস্ব প্রতিনিধি : লিভার রোগ সম্পর্কিত বিভিন্ন বিষয়কে সামনে রেখে সপ্তম লিভারকন আয়োজন করা হচ্ছে। ৭ জুন থেকে ৯ জুন পর্যন্ত হবে লিভারকন। ২০১১ সাল থেকে একবছর পর পর এই আন্তর্জাতিক সম্মেলনের আয়োজন করা হচ্ছে। বৃহস্পতিবার সাংবাদিক সম্মেলনে এই কথা জানান সংস্থার প্রতিষ্ঠাতা সভাপতি ডাঃ প্রদীপ ভৌমিক।তিনি জানান হেপাটাইটিস ফাউন্ডেশন অব ত্রিপুরা ২২ বছর ধরে ত্রিপুরায় বিভিন্ন কাজ করে আসছে।সংস্থার সপ্তম লিভারকন ও পঞ্চম পদ্মা-গঙ্গা- গোমতি আন্তর্জাতিক লিভার সম্মেলন হবে এবছর। হাঁপানিয়া আন্তর্জাতিক মেলা প্রাঙ্গণের কনফারেন্স হলে হবে এই সম্মেলন।সম্মেলনের উদ্বোধন করবেন পর্যটনমন্ত্রী সুশান্ত চৌধুরী। উপস্থিত থাকবেন স্বাস্থ্য সচিব কিরণ গিত্যে সহ অন্যান্যরা। ডাঃ প্রদীপ ভৌমিক জানান, সম্মেলনে জানান ভারতবর্ষসহ পার্শ্ববর্তী দেশ নেপাল ও বাংলাদেশ থেকেও বিশিষ্ট চিকিৎসকরা অংশ নেবেন।

07/06/2024
image.png

মুখ্যমন্ত্রী প্রফেসর ডাঃ মানিক সাহা ও পুর নিগমের কাজের উপর মানুষ অটল আস্থা রেখেছে

নিজস্ব প্রতিনিধি : প্রধানমন্ত্রী, রাজ্যের মুখ্যমন্ত্রী মানিক সাহা ও পুর নিগমের কাজের উপর মানুষ অটল আস্থা রেখেছেন। বৃহস্পতিবার এক সংবর্ধনা অনুষ্ঠানে বলেন রামনগরের নবনির্বাচিত বিধায়ক দীপক মজুমদার। আগামীদিনে তিনি রামনগর বিধানসভা কেন্দ্রের জন্য কাজ করবেন।ইন্ডিয়া ব্লকের প্রার্থী রতন দাসকে বিশাল ভোটের ব্যবধানে পরাজিত করে রামনগর বিধানসভা কেন্দ্র থেকে বিপুল ভোটে জয়ী হয়েছেন বিজেপি প্রার্থী দীপক মজুমদার।দীপক মজুমদার নিজে বড়দোয়ালি কেন্দ্রের ভোটার তাই এদিন বিজেপি টাউন বড়দোয়ালি মন্ডল কার্যালয়ের তরফে সংবর্ধনা দেওয়া হয়। উপস্থিত ছিলেন বড়দোয়ালি মণ্ডল সভাপতি সঞ্জয় সাহা সহ মণ্ডলের অন্যান্য কার্যকর্তারা।

12.jpg

বর্তমান কর্মচারী সংগঠনের সংগঠান্তমক পরিশ্রমের ফলে পশ্চিম ত্রিপুরা আসনে সরকারি কর্মচারীরাও পদ্মমুখি

05/062024

৭-রামনগর বিধানসভা উপনির্বাচনে বিজেপি প্রার্থী শ্রী দীপক মজুমদার ১৮ হাজার ১৪ ভোটের ব্যবধানে জয়লাভ করেন।

ত্রিপুরার ২টি আসনেই জয়ী বিজেপি

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রতি মানুষের যথেষ্ট আস্থা

নিজস্ব প্রতিনিধি : তৃতীয়বারের মতো প্রধানমন্ত্রী মসনদে মোদীই বসবেন। দেশের জন্য প্রয়োজন নরেন্দ্র মোদীর। রাজ্যে পা রেখেই সাংবাদিকদের প্রশ্নে  এই দাবি করলেন পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনের বিজেপি প্রার্থী তথা প্রাক্তন মুখ্যমন্ত্রী  বিপ্লব কুমার দেব। 

তিনি আরো বলেন উড়িষ্যা রাজ্যের লোকসভা নির্বাচনে উনাকে দায়িত্ব দিয়েছিল বিজেপি। সেখানে তিনি দলের হয়ে কাজ করেছেন। উড়িষ্যায় বিজেপি ১৭ আসনের উপরে পেতে পারে। উড়িষ্যার যে উন্নয়ন হওয়ার কথা ছিল তা হয়নি। তাই উড়িষ্যার মানুষ অসন্তুষ্ট। সোমবার আগরতলায় এলেন বিপ্লব কুমার দেব। এম বি বি বিমানবন্দরে উনাকে স্বাগত জানান দলীয় কর্মীরা।

মেডিক্যাল কলেজের ছাত্র সমাজদ্রোহির দ্বারা আক্রান্ত

নিজস্ব প্রতিনিধি : গতকাল আগরতলা সরকারি মেডিক্যাল কলেজের এক ছাত্র সমাজদ্রোহিদের দ্বারা আক্রান্ত হয়! এই ঘটনার প্রতিবাদে আজ কলেজ চত্ত্বরে প্রতিবাদ কর্মসূচিতে সকল বর্ষের ছাত্রছাত্রীরা সামিল হয়ে বিক্ষোভ প্রদর্শন করে।

ত্রিপুরা বোর্ড অফ জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন-এর রেজাল্ট 

 
নিজস্ব প্রতিনিধি : ত্রিপুরা বোর্ড অফ জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন দ্বারা পরিচালিত ত্রিপুরা জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন ২০২৪-এর রেজাল্ট সোমবারে প্রকাশিত হয়েছে। রেজাল্টটি প্রথমে কব্জী ওয়েব সাইটে প্রথমে প্রকাশিত হয়। মঙ্গলবার বিভিন্ন পত্রিকায় পাওয়া যাবে। এবার এই এন্ট্রান্স পরীক্ষাটি হয় ২রা মে ২০২৪ ইং তারিখে। এবার সর্বমোট পরীক্ষার্থী ছিল ৫৯৭৭ জন। Physics-Chemistry-Mathematics গ্রূপে পরীক্ষার্থী ছিল ২২৬৮ জন। Physics-Chemistry-Biology গ্রূপে পরীক্ষার্থী ছিল ৪৮৬৩। এবারের পরীক্ষায় উল্লেখযোগ্য ব্যাপার হল ছাত্রদের তুলনায় ছাত্রীদের সংখ্যা ছিল বেশি। PCM গ্রূপের প্রথম ৩ জন হল-(১) আয়ুস কর নাথ (২) চাদনী পুরকায়স্থ (৩) পার্থ সারথী রায়।  PCB গ্রূপের প্রথম ৩ জন হল - (১) সায়ন মজুমদার  (২) তিলোত্তমা ঘোষ (৩) মুকথাং দেববর্মা

Grow Your Vision

দেবর্ষি নারদ জয়ন্তী

 

সাংবাদিক সম্মাননা সমারোহ

 

নিজস্ব প্রতিনিধি : ভারতবর্ষে জ্যৈষ্ঠ মাসের কৃষ্ণপক্ষের প্রতিবাদ তিথিতে নারদ জয়ন্তী উদযাপিত হয়। বিশ্ব সংবাদ কেন্দ্র ত্রিপুরার উদ্যোগে এই বিশেষ দিনটিকে কেন্দ্র করে আজ ২রা জুন ২০২৪ ইং তারিখে আগরতলার নজরুল কলাক্ষেত্রে আদি সংবাদ বাহক মহর্ষি নারদ জয়ন্তী পালিত হয়। অনুষ্ঠানটিতে উপস্থিত ছিলেন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের সহ-সরকার্যবাহ শ্রী অলোক জী। উক্ত অনুষ্ঠানে নর্থ ইস্ট কালার- এর সম্পাদক সঞ্জীত দেব-কে সাংবাদিক সম্মাননা প্রদান করা হয়।

Call 

123-456-7890 

Email 

Follow

  • Facebook
  • Twitter
  • LinkedIn
  • Instagram
bottom of page