top of page

গোপালের অবসর প্রায় সুনিশ্চিত মনে হচ্ছে, আসন্ন 2028  বিধিনসভায় বনমালীপুরে বিরোধীদের ভরসা যোগাচ্ছে অমল তাহলে শাসক দলের চেহারা কে ?

0101.jpg

26/07/2024

পশ্চিম বাংলার পাশাপাশি ত্রিপুরায়ও

পালিত হয় ২১শে জুলাই শহীদ দিবস

image.png

নিজস্ব প্রতিনিধি : ১৯৯৩ সালের ২১ জুলাই পশ্চিমবাংলার বুকে তৎকালীন সরকারের পুলিশের গুলিতে ১৩ জন শহীদ হয়েছিলেন। পরবর্তীকালে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে একুশে জুলাই এই দিনটিকে শহীদ দিবস হিসেবে পালন করা হয়। প্রতিবছরের ন্যায় এবারও পশ্চিমবাংলার ধর্মতলায় বিশাল জনসমাবেশের সঙ্গে শহীদ দিবস পালন করে তৃণমূল কংগ্রেস। পশ্চিমবাংলার পাশাপাশি ত্রিপুরায়ও একুশে জুলাই রবিবার ত্রিপুরা প্রদেশ তৃণমূল কংগ্রেস রাজধানীর চিত্তরঞ্জন এলাকায় তৃণমূলের অফিসের সামনে যথাযোগ্য মর্যাদায় পালন করে শহীদ দিবস। শহীদদের স্মৃতির প্রতি পুষ্পার্ঘ দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন তৃণমূল মহিলা সংগঠনের নেত্রী পান্না দেব সহ অন্যান্যরা।

21/07/2024

প্রথমে ফুল তারপর হামলা : সুদীপ

image.png

নিজস্ব প্রতিনিধি : পঞ্চায়েত নির্বাচনে মুখ্যমন্ত্রী ড: মানিক সাহার ১০০ শতাংশ জয় ছিনিয়ে আনার জন্য রাজ্যে প্রতিনিয়ত সন্ত্রাস চলছে বলেন সুদীপ রায় বর্মন। বিরোধীরা মনোনয়ন পত্র জমা দিতে পারছে না। সুদীপ বর্মন বলেন আগে বিপ্লব দেব কিংবা মানিক সরকারের আমলে সন্ত্রাস হলে বিরোধীরা ডেপুটেশন বা বিক্ষোভ দেখালে পরিস্থিতি অনেকটা নিয়ন্ত্রণে থাকতো। কিন্তু এবার তার ঠিক উল্টো ঘটনা ঘটছে। শাসকদলের দুষ্কৃতীদের দ্বারা হামলা কোনোভাবেই নিয়ন্ত্রণে আসছে না। বৃহস্পতিবার ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন ছিল। এই দিনে ফের রাজ্যের সর্বত্র একযোগে সন্ত্রাস সংঘটিত হয়েছে।

18/07/2024

গন্ডাছড়ায় বিক্ষোভের মুখে পড়েন

মন্ত্রী সহ সরকারি প্রতিনিধি দল

image.png

নিজস্ব প্রতিনিধি : সোমবার গন্ডাছড়ায় ক্ষতিগ্রস্তদের দেখতে যান মন্ত্রী টিঙ্কু রায় সহ সরকারি এক প্রতিনিধি দল। মন্ত্রী সহ অন্যান্যদের দেখে ক্ষতিগ্রস্তরা ক্ষোভ উগরে দেয়। ক্ষতিগ্রস্তরা বলেন তাদের বাড়িঘর, যানবাহন পুড়ানোর সময় পুলিশ হামলাকারীদের না আটকিয়ে হাতে মোবাইল নিয়ে ভিডিও করে। পুলিশ তাদের কোনো সাহায্য করেনি। ক্ষতিগ্রস্তদের দাবি এই সমস্যার স্থায়ী সমাধান করতে হবে। তারা সরকারি প্রতিনিধি দলকে সাফ জানিয়ে দেয়, আমাদের ক্ষতিপূরণ দিয়ে সমতলে জায়গা দিতে হবে নতুবা হামলাকারীদের স্থানান্তর করতে হবে। ক্ষতিগ্রস্তদের দাবি শুনে মন্ত্রী সহ প্রতিনিধি দল একরকম নিরাশ মনে এস ডি এম অফিসে এসে আশ্রয় নেয়। এস ডি এম অফিসের সামনেও উত্তেজিত জনতা ক্ষোভ দেখায় এবং এস ডি এম অফিস ভাঙচুর করে।

15/07/2024

ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনের

মনোনয়ন দাখিল বামেদের

image.png

নিজস্ব প্রতিনিধি :ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনের ঘোষণার ঠিক একদিন পরেই সবার আগে প্রার্থী নির্বাচন করে মনোনয়ন পত্র জমা শুরু করল বামফ্রন্ট। সুবিশাল মিছিল করে পশ্চিম ত্রিপুরা জেলা পরিষদের ১৬ টি আসনে বাম প্রার্থীদের মনোনয়নপত্র পশ্চিম ত্রিপুরা জেলা শাসক ডঃ বিশাল কুমারের কাছে দাখিল করা হয়। মনোনয়নপত্র দাখিলের মিছিল মেলার মাঠ সদর দপ্তর থেকে শুরু করে হরের বিভিন্ন পথ পরিক্রমা করে। পঞ্চায়েত নির্বাচনে জয় সম্পর্কে বলতে গিয়ে বাম বিধায়ক পবিত্র কর বলেন সুষ্ঠ নির্বাচন হলে আমরাই জিতবো। তিনি বলেন আগামী কিছু দিনের মধ্যেই আমাদের মনোনয়ন দাখিল করার কাজ শেষ হয়ে যাবে। সিপিআইএম রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরী বলেন মানুষের সমর্থন নিয়েই আগামীদিন সিপিআইএম এগিয়ে যাবে।

11/07/2024

ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনের দিনক্ষন

ঘোষণা করল নির্বাচন কমিশন

image.png

নিজস্ব প্রতিনিধি : ত্রিপুরা রাজ্যে ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনের দিনক্ষন ঘোষণা করল রাজ্য নির্বাচন কমিশন। আগামী ৮ আগস্ট অনুষ্ঠিত হবে ত্রিস্তরীয় গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি ও জেলা পরিষদের নির্বাচন। আগামী ১১ জুলাই থেকে ১৮ জুলাই মনোনয়ন পত্র জমা দেওয়ার তারিখ ঘোষিত হয়েছে। বুধবার রাজ্য নির্বাচন কমিশনার শরদিন্দু চৌধুরী সাংবাদিক সম্মেলনে জানান, মনোনয়ন পত্র পরীক্ষা হবে ১৯ জুলাই এবং প্রত্যাহার করার তারিখ ২২ জুলাই। ১২ আগস্ট ত্রিস্তর গ্রাম পঞ্চায়েতের ভোট গণনা হবে। সমস্ত প্রক্রিয়া শেষ হবে ১৭ আগস্ট। ৬০৬ টি গ্রাম পঞ্চায়েতের ৩৫১৭ কেন্দ্রের ৬৩৭০ আসনে,৩৫ পঞ্চয়েত সমিতির ৪২৩ কেন্দ্রের ৪২৩ আসন,৮ জেলা পরিষদের ১১৬ কেন্দ্রের ১১৬ আসনের নির্বাচন হবে ২৬৫০ পোলিং স্টেশনে। এই ভোটে ১২ লাখ ৯৪ হাজার ১৫৩ জন ভোটার ভোট দেবেন। আগামী ৪ঠা আগস্ট ত্রিস্তরীয় পঞ্চায়েতের মেয়াদ শেষ হবে।

10/07/2024

রাজ্যে পালিত হয় ডঃ শ্যামা প্রসাদ মুখার্জির জন্মদিন

image.png

নিজস্ব প্রতিনিধি : প্রতিবছরের ন্যায় এবছরও ভারত কেশরী ডঃ শ্যামা প্রসাদ মুখার্জির জন্মদিন শ্রদ্ধার সঙ্গে রাজ্যে পালন করা হয়। শনিবার ভারতীয় জনতা পার্টির ত্রিপুরা প্রদেশ বিজেপি অফিসেও পালিত হয় ডঃ শ্যামা প্রসাদ মুখার্জির জন্মদিন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা, ত্রিপুরা প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য, সহ- সভাপতি সুবল ভৌমিক, শিল্প মন্ত্রী সান্ত্বনা চাকমা, মহিলা সংগঠনের সভানেত্রী মিমি মজুমদার সহ অন্যরা।

অনুষ্ঠানে আলোচনা করতে গিয়ে মুখ্যমন্ত্রী বিভিন্ন বিষয় তুলে ধরেন। মুখ্যমন্ত্রী বলেন আগামীদিনে বাংলাসহ কেরলেওবিজেপি সরকার প্রতিষ্ঠিত হবে। তিনি ইন্ডি জোটের সমালোচনা করে বলেন, ইন্ডি জোট হল চোরের সিন্ডিকেট। মুখ্যমন্ত্রী সংসদে রাহুল গান্ধীর মন্তব্য নিয়েও সমালোচনা করেন।

06/07/2024

WhatsApp Image 2024-06-23 at 20.45.23_d6ec028e.jpg

সব সময় কৃষকদের পাশে রাজ্য

সরকার রয়েছে : কৃষিমন্ত্রী

26/06/2024

নিজস্ব প্রতিনিধি : শীঘ্রই ৫৯ জন এগিকালচার অফিসাররের নিয়োগ করা হবে। বুধবার সাংবাদিক সম্মেলনে একথা জানান কৃষিমন্ত্রী রতন লাল নাথ।টিপিএসসির মাধ্যমে নিয়োগের ইন্টার্ভিউ নেওয়া হয়েছিল। কিন্তু ১ জন পাওয়া যায়নি। তিনি বলেন রাজ্যে কৃষি জমির তুলনায় বন ভূমি বেশি। এর পরেও ত্রিপুরাতে কৃষিতে আর্থিকভাবে স্বাবলম্বী হওয়ার সুযোগ বেশি।তিনি বলেন,মিধিলি ঘূর্ণিঝড়ে যেসব কৃষকের ক্ষতি হয়েছে তাদের একাউন্টে টাকা পাঠিয়ে দেওয়া হবে। এছাড়া বীমা কোম্পানির তরফেও ক্ষতিপূরণ দেওয়া হবে। মন্ত্রী জানান এগ্রিকালচার অফিসারের সংকট আছে, টি পি এস সির মাধ্যেমে ৫৯ জন অফিসার নিয়োগ করা হচ্ছে।

WhatsApp Image 2024-06-23 at 20.12.23_0fbc18f8.jpg

বিদ্যালয় বন্ধ করে দেবার সিদ্ধান্ত খারিজ করার দাবী : কংগ্রেসের

নিজস্ব প্রতিনিধি : বর্তমান সরকার রাজ্যের ১৬০ টিরও বেশি সরকারি স্কুল বন্ধ করে দেওয়ার নোটিশ জারি করেছে। রাজ্য সরকার এই বিদ্যালয় গুলিকে বন্ধ করে অন্যান্য বিদ্যালয়ের সাথে যুক্ত করে দিতে চাইছে। এর ফলে বহু স্কুল পড়ুয়া দূর দুরান্ত থেকে বিদ্যালয়ে যেতে পারবে না। অশিক্ষার অন্ধকারে ডুবে যাবে বহু শিশুর ভবিষ্যৎ। আর এই সিদ্ধান্ত গ্রহণের পর থেকেই বিরোধী রাজনৈতিক দল, সাধারণ মানুষজন, অভিভাবক মহল তীব্র নিন্দা করছেন।এই প্রয়াস রুখতে এবার ময়দানে নেমে লড়াই করল যুব কংগ্রেস। কংগ্রেসের ছাত্র সংগঠন এনএসইউআই এর পক্ষ থেকে যৌথভাবে আজ ডিপার্টমেন্ট অফ স্কুল এডুকেশন এর ডাইরেক্টর এর নিকট এক ডেপুটেশন প্রদান করা হয়।

26/06/2024

WhatsApp Image 2024-06-23 at 19.47.36_12348864.jpg

ঠিকেদারি কাজ নিয়ে বিশালগড়ে শাসক শিবিরের দুই গোষ্ঠীর সংঘর্ষ

নিজস্ব প্রতিনিধি : সরকারি কাজের নিগো বাণিজ্য নিয়ে ত্রিপুরা রাজ্যের বিভিন্ন জায়গায় সংঘর্ষ যেন নিত্যই লেগে আছে। কখনো দুই, আবার কখনো তিন গোষ্ঠীতে বিভক্ত হয়ে শাসকগোষ্ঠী নিজেদের মধ্যে ঝামেলায় জড়িয়ে পড়ছে। এমনই এক ঘটনা নিয়ে শুরু হয় বিশালগড়ে উত্তেজনা। বিশেষ সূত্রে খবর, বিশালগড়ে পানীয় জল ও স্বাস্থ্য বিধি দপ্তরের ৫৬ কোটি টাকার কাজের দরপত্র জমা নিয়েই শুরু হয় সংঘর্ষ।সংঘর্ষে আহত হয় বিজেপি যুব সংগঠনের এক নেতা। সংঘর্ষ জানিয়ে দুই গোষ্ঠীর তরফে মামলাও করা হয়েছে। বুধবার আক্রান্ত নেতার তরফে লোকজন মামলা করেন অভিযুক্তদের গ্রেপ্তারের দাবি জানিয়ে।

26/06/2024

image.png

নতুন বিধায়ক হিসেবে শপথ নিলেন রামনগর বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী দীপক মজুমদার

নিজস্ব প্রতিনিধি :-বিধায়ক হিসেবে শপথ নিলেন রামনগর বিধানসভা কেন্দ্রের উপ-নির্বাচনে জয়ী দীপক মজুমদার। ১৯ জুন এক আনন্দময় অনুষ্ঠানের মধ্যদিয়ে তিনি শপথ গ্রহণ করেন বিধানসভায় । নবনির্বাচিত বিধানসভার সদস্যকে শপথ বাক্য পাঠ করান বিধানসভার অধ্যক্ষ বিশ্ববন্ধু সেন ।এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা, মন্ত্রিসভার সদস্য সুশান্ত চৌধুরী, টিঙ্কু রায়, প্রনজিত সিংহ রায়, সান্তনা চাকমা, বিধানসভার মুখ্য সচেতক কল্যাণী রায়, উপাধ্যক্ষ রাম প্রসাদ পাল, কংগ্রেস বিধায়ক সুদীপ রায় বর্মণ, ত্রিপুরা প্রদেশ কংগ্রেস সভাপতি রাজীব ভট্টাচার্য, প্রায় সমস্ত বিজেপি বিধায়ক সহ পুলিস প্রশাসনের উচ্চ পদস্থ আধিকারিকরা ও।

শপথ গ্রহণ শেষে নতুন বিধায়ককে শুভেচ্ছা জানান মন্ত্রী-বিধায়করা। নবনির্বাচিত বিধায়কের শপথ গ্রহণ আনুষ্ঠান শেষে তিনি বলেন,রামনগর বিধানসভার উন্নয়নের পাশাপাশি সমগ্র রাজ্যের উন্নয়নের লক্ষ্যে কাজ করবেন। পবিত্র বিধানসভায় প্রবেশ করেছেন তিনি। উনার রাজনৈতিক জীবনে নতুন অধ্যায়ের সুচনা হয়েছে। উল্লেখ্য রামনগর বিধানসভা কেন্দ্রের বিধায়ক সুরজিত দত্তের অকাল প্রয়াণে আসনটি শূন্য হয়ে পড়েছিল। শূন্য আসনের উপ- নির্বাচনে লড়াই করে বিপুল ভোটে জয়ী হয়েছেন দীপক মজুমদার।

19/06/2024

image.png

বঙ্গে দলীয় কর্মীদের বিক্ষোভের মুখে বিপ্লব দেব

18/06/2024

বিশেষ প্রতিনিধি : আক্রান্ত কর্মীদের অভিযোগ শুনতে এসে বিক্ষোভের মুখে পড়ল বিজেপির কেন্দ্রীয় দলের সদস্য তথা ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব দেব। মঙ্গলবার দক্ষিণ ২৪ পরগনার আমতলায় কেন্দ্রীয় দলের সদস্য বিপ্লব দেবের গাড়ি আটকে বিক্ষোভ দেখান বিজেপির কর্মী-সমর্থকরা। বিজেপি সূত্রে খবর, রাস্তায় বিপ্লবদের গাড়ি থামান দলেরই কর্মী-সমর্থকেরা। মহিলারা গাড়ি থেকে বিপ্লব দেবকে নেমে আসার অনুরোধ জানান। এছাড়া জেলার সভাপতি অভিজিতের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়ে তাঁরা বলেন, ৪ জুন ভোটের ফলপ্রকাশের পর আক্রান্ত কর্মীদের কোনো খোঁজখবর নেয়নি। অন্যদিকে ডায়মন্ড হারবার সাংগঠনিক জেলার সভাপতি অভিজিত তৃণমূলের সঙ্গে বোঝাপড়া করে চলছে বলেও অভিযোগ কর্মীদের।ভোট পরবর্তী এই হিংসার পরিস্থিতি খতিয়ে দেখতে বিজেপির এই প্রতিনিধি দলটি বঙ্গে পৌঁছে বিভিন্ন কেন্দ্রে বিজেপি কর্মী-সমর্থকদের সঙ্গে কথা বলেন।

image.png

17/06/2024

প্রদেশ মহিলা কংগ্রেসের উদ্যোগে ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচন নিয়ে এক গুরুত্বপূর্ণ বৈঠক

নিজস্ব প্রতিনিধি : জুলাই মাসের শেষে হতে পারে রাজ্যের ত্রি-স্তরীয় পঞ্চায়েত নির্বাচন। ত্রি-স্তরীয় পঞ্চায়েত নির্বাচনের দিনক্ষণ ঘোষণার আগেই প্রদেশ কংগ্রেস পঞ্চায়েত নির্বাচনে লড়াই করবে বলে ঘোষণা দিয়েছে। প্রদেশ কংগ্রেস সেই মতো সাংগঠনিক কর্মসূচী শুরু করে দিয়েছে। সোমবার আগরতলার পোস্ট অফিস চৌমহনী স্থিত কংগ্রেস ভবনে হয় মহিলা কংগ্রেসের সাংগঠনিক বৈঠক। উপস্থিত ছিলেন ত্রিপুরা প্রদেশ কংগ্রেস সভাপতি আশিষ কুমার সাহা, মহিলা কংগ্রেসের সভানেত্রী সর্বানি ঘোষ চক্রবর্তী সহ অন্যরা।বৈঠকে আলোচনা করতে গিয়ে আশিষ কুমার সাহা বলেন, পঞ্চায়েত নির্বাচনে ৫০ শতাংশ আসন মহিলাদের জন্য সংরক্ষিত। তিনি জানান কংগ্রেস এই পঞ্চায়েত নির্বাচনে লড়াই করার যে প্রস্তুতি নিচ্ছে, মহিলাদের অংশগ্রহণ যেন এর মধ্যে ব্যাপক হয়।ত্রি-স্তরীয় পঞ্চায়েত নির্বাচনে লড়াইয়ের জন্য সমস্ত অংশের মহিলারা যেন এগিয়ে আসার জন্য উদ্যোগ গ্রহণ করতে হবে। আশিষ কুমার সাহা অভিযোগ করেন রাজ্যে পঞ্চায়েত গুলিতে বেহাল অবস্থা।

image.png

রাজ্যের মুখ্যমন্ত্রী মানিক সাহা নরেন্দ্র মোদীকে শুভকামনা ও অভিনন্দন জানান

নিজস্ব প্রতিনিধি : প্রতিনিধি : এনডিএ পরিষদীয় দলের বৈঠকে সর্বসম্মতিক্রমে পরিষদীয় দলনেতা হিসেবে নির্বাচিত হন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডাঃ মানিক সাহা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে শুভকামনা ও অভিনন্দন জানান । তিনি আশা প্রকাশ করেন, আগামী দিনে নরেন্দ্র মোদির নেতৃত্বাধীন এনডিএ সরকার দেশের জনসাধারণের জন্য আরও দৃঢ় প্রতিজ্ঞা নিয়ে কর্মতৎপর হবে।পুরানো সংসদ ভবনের সেন্ট্রাল হলে এন ডি এর নেতারা জড়ো হন। শিবিরে মুখ্যমন্ত্রীরা সহ চন্দ্রবাবু নাইডু, নীতীশ কুমার এবং একনাথ শিণ্ডে ছাড়াও, চিরাগ পাসোয়ান, জিতান রাম মাঞ্জি, অনুপ্রিয়া প্যাটেল, পবন কল্যাণ প্রধান মঞ্চে উপস্থিত ছিলেন।

08/06/2024
h.jpg

স্পিকার পদ, ৫ মন্ত্রকের দাবি নাইডুর, নীতিশের নজরে রেল সহ ৩ মন্ত্রক - জোট শরিকদের বাকিটা ৮ ই জুন দেখা যাবে

image.png

এনডিএ-র নির্বাচনী সাফল্যে মোদীকে শুভেচ্ছা শেখ হাসিনার

বিজেপির নেতৃত্বাধীন এনডিএ জোট তৃতীয় বারের জন্য সরকার গড়তে চলেছে। প্রধানমন্ত্রী হিসাবে শপথ গ্রহণ করতে চলেছেন নরেন্দ্র মোদী। লোকসভা নির্বাচনের ফল প্রকাশের পর মোদীকে এই সাফল্যের জন্য শুভেচ্ছা জানালেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। হাসিনা বলেছেন , ‘‘বাংলাদেশের মানুষের তরফে এবং ব্যক্তিগত ভাবে আমি বিজেপির নেতৃত্বাধীন এনডিএ জোটের জয়ের জন্য আপনাকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। আপনার এই জয় প্রমাণ করে, ভারতবাসী আপনার নেতৃত্বে আস্থা রেখেছে।’’ মোদীর নেতৃত্বে আগামী দিনে ভারত এবং বাংলাদেশের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক বজায় থাকবে বলেও আশা প্রকাশ করেন হাসিনা। চিঠিতে তিনি বলেছেন, ‘‘ভারতের বিশ্বস্ত বন্ধু হিসাবে বাংলাদেশ দুই দেশের উন্নতির স্বার্থে এবং এলাকায় শান্তি বজায় রাখতে আগামী দিনেও কাজ করবে।’’ ভারতের মানুষকেও আগামী দিনের জন্য শুভেচ্ছা জানিয়েছেন হাসিনা।

image.png

মুখ্যমন্ত্রী প্রফেসর ডাঃ মানিক সাহা ও পুর নিগমের কাজের উপর মানুষ অটল আস্থা রেখেছে

নিজস্ব প্রতিনিধি : প্রধানমন্ত্রী, রাজ্যের মুখ্যমন্ত্রী মানিক সাহা ও পুর নিগমের কাজের উপর মানুষ অটল আস্থা রেখেছেন। বৃহস্পতিবার এক সংবর্ধনা অনুষ্ঠানে বলেন রামনগরের নবনির্বাচিত বিধায়ক দীপক মজুমদার। আগামীদিনে তিনি রামনগর বিধানসভা কেন্দ্রের জন্য কাজ করবেন।ইন্ডিয়া ব্লকের প্রার্থী রতন দাসকে বিশাল ভোটের ব্যবধানে পরাজিত করে রামনগর বিধানসভা কেন্দ্র থেকে বিপুল ভোটে জয়ী হয়েছেন বিজেপি প্রার্থী দীপক মজুমদার।দীপক মজুমদার নিজে বড়দোয়ালি কেন্দ্রের ভোটার তাই এদিন বিজেপি টাউন বড়দোয়ালি মন্ডল কার্যালয়ের তরফে সংবর্ধনা দেওয়া হয়। উপস্থিত ছিলেন বড়দোয়ালি মণ্ডল সভাপতি সঞ্জয় সাহা সহ মণ্ডলের অন্যান্য কার্যকর্তারা।

image.png

নরেন্দ্র মোদি প্রধানমন্ত্রীর পদ থেকে ইস্তফা দিলেন

বিশেষ প্রতিনিধি : নরেন্দ্র মোদি মন্ত্রী পরিষদ এবং প্রধানমন্ত্রীর পদ থেকে ইস্তফা দিয়েছেন। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর কাছে পদত্যাগপত্র জমা দিয়েছেন তিনি। নরেন্দ্র মোদির পদত্যাগপত্র গ্রহণ করেছেন রাষ্ট্রপতি মুর্মু।দেশে ১৯ এপ্রিল ২০২৪ থেকে ১জুন ২০২৪ ইং তারিখ পর্যন্ত ৭ দফায় লোকসভা নির্বাচনের ভোটগ্রহণ হয়েছে। ৪ জুন, ২০২৪-এ ফলাফল ঘোষণা করা হয়। ফলাফল অনুসারে, এনডিএ ২৯২টি আসন এবং I.N.D.I.A ২৩৪টি আসন পেয়েছে।৪ জুন  ফলাফল ঘোষণার পর নরেন্দ্র মোদি আজ (৫জুন ) পিএম মোদি রাষ্ট্রপতি মুর্মুর সাথে দেখা করে মন্ত্রী পরিষদ এবং প্রধানমন্ত্রীর পদ থেকে ইস্তফা দেন। রাষ্ট্রপতি পদত্যাগপত্র গ্রহণ করেছেন।
05/062024
image.png

ভারতের বিভিন্ন রাজ্যের ইন্ডিয়া জোট নেতারা  I.N.D.I.A জোটের অধীনে আসন্ন "কৌশল" নির্ধারণের জন্য দিল্লিতে একটি বৈঠক করেছেন।

05/062024
image.png

অবশেষে তৈরি হতে যাচ্ছে পর পর  তিনবারের NDA সরকার

05/062024
12.jpg

বর্তমান কর্মচারী সংগঠনের সংগঠান্তমক পরিশ্রমের ফলে পশ্চিম ত্রিপুরা আসনে সরকারি কর্মচারীরাও পদ্মমুখি

05/062024

দিল্লীর  বিজেপি কার্যালয় থেকে মোদীর প্রতিক্রিয়া 

নিজস্ব প্রতিনিধি : ২০২৪ সালের লোকসভা নির্বাচনের ফলাফল ঘোষনার পর নরেন্দ্র মোদী দিল্লী বিজেপি কার্যালয় থেকে দেশবাসীদের অভিনন্দন জানান। মোদী ভোটকর্মীদের নিষ্ঠার সহিত কাজকে অভিনন্দন জানান। মোদী বলেন, এনডিএ জোটের সহায়তায় বিজেপি আবার কেন্দ্রে সরকার গঠন করবে। দেশবাসী তৃতীয়বারের মতো এনডিএ-কে সুযোগ দিয়ে বিরোধীদের সঠিক জবাব দিয়েছে। তিনি বলেন, উড়িষ্যা, বিহার, মধ্যপ্রদেশ সিকিমে এনডিএ এবং বিজেপি ভালো ফলাফল করেছে। দশ বছরে দেশ অনেক এগিয়েছে, এখন আরো জোর কদমে দেশের কাজ হবে। ঘরে ঘরে জল, গ্যাস, আয়ুষ্মান কার্ড পৌঁছেছে। ৪ কোটির উপরে আবাস যোজনা দেওয়া হয়েছে আরো দেওয়া হবে। দেশের প্রতিটি কোনায় মিলবে সরকারি সুযোগ।মোদী বলেন, মা মারা যাওয়ার পর এই প্রথম তিনি নির্বাচন লড়েন। আর এই লড়াইয়ে দেশের কোটি কোটি মা মোদিকে আশীর্বাদ করেন।

নির্বাচনের ফল অনুযায়ী দেশ মোদীকে প্রত্যাখ্যান করেছে

নিজস্ব প্রতিনিধি : নির্বাচনের ফলাফলের পর সাংবাদিক সম্মেলনে যোগ দেন  কংগ্রেস নেতা রাহুল গান্ধী। তিনি রায়বেরেলি বা ওয়ানাডে, বিরোধী দলে বা সরকারে থাকবেন তা নিয়েও কথা বলেন । তিনি বলেন, এই নির্বাচন দেশকে রক্ষা করার নির্বাচন ছিল। আমরা  সিবিআই, ইডি এবং বিচার বিভাগের বিরুদ্ধে লড়াই করেছি।রাহুল গান্ধী বলেছেন, এই লড়াই সংবিধান বাঁচাতে। যখন বিরোধী দলের নেতৃত্বদের জেলে ঢোকানো হয়েছিল, তখন আমি নিশ্চিত ছিলাম যে ভারতের জনগণ তাদের বিচার করবে । দেশকে নতুন ভিশন দিয়েছে কংগ্রেস। আমরা তাদের প্রচেষ্টা সফল হতে দেব না। আমরা যা  প্রতিশ্রুতি দিয়েছি তা পূরণ করব।রাহুল গান্ধী বলেছেন, আগামীকাল ভারত জোটের নেতাদের বৈঠক রয়েছে। জোটের নেতারা যা সিদ্ধান্ত নেবেন সেটাই চূড়ান্ত সিদ্ধান্ত হবে।

৭-রামনগর বিধানসভা উপনির্বাচনে বিজেপি প্রার্থী শ্রী দীপক মজুমদার ১৮ হাজার ১৪ ভোটের ব্যবধানে জয়লাভ করেন।

নীতিশ কুমারের কাছে উপ প্রধানমন্ত্রী পদের প্রস্তাব আসলো I.N.D.I.A জোট থেকে। নিতীশ কুমার কোন দিকে যাবেন সেটা বলে দেবে সময়।

ত্রিপুরার ২টি আসনেই জয়ী বিজেপি

আর মাত্র কয়েক ঘন্টা কার হাতে যাচ্ছে ক্ষমতা...

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রতি মানুষের যথেষ্ট আস্থা

নিজস্ব প্রতিনিধি : তৃতীয়বারের মতো প্রধানমন্ত্রী মসনদে মোদীই বসবেন। দেশের জন্য প্রয়োজন নরেন্দ্র মোদীর। রাজ্যে পা রেখেই সাংবাদিকদের প্রশ্নে  এই দাবি করলেন পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনের বিজেপি প্রার্থী তথা প্রাক্তন মুখ্যমন্ত্রী  বিপ্লব কুমার দেব। 

তিনি আরো বলেন উড়িষ্যা রাজ্যের লোকসভা নির্বাচনে উনাকে দায়িত্ব দিয়েছিল বিজেপি। সেখানে তিনি দলের হয়ে কাজ করেছেন। উড়িষ্যায় বিজেপি ১৭ আসনের উপরে পেতে পারে। উড়িষ্যার যে উন্নয়ন হওয়ার কথা ছিল তা হয়নি। তাই উড়িষ্যার মানুষ অসন্তুষ্ট। সোমবার আগরতলায় এলেন বিপ্লব কুমার দেব। এম বি বি বিমানবন্দরে উনাকে স্বাগত জানান দলীয় কর্মীরা।
bottom of page