জিবি হাসপাতালে ডাক্তারদের গুন্ড াগিরি

নিজস্ব প্রতিনিধি: ত্রিপুরার প্রধান হাসপাতাল তথা জিবি হাসপাতালে চিকিৎসা পরিষেবা ছেড়ে গুন্ডাগিরিতে নেমে পড়ল একাংশ ডাক্তার। জিবি হাসপাতালে মেডিসিন আইসিইউ বিভাগের ডাক্তারদের বিরুদ্ধে এই অভিযোগ করল মৃত এক রোগীর পরিবার। তাদের অভিযোগ সময়মতো আইসিওতে ঔষধ দেয়া হলেও ডাক্তার এবং নার্স সেই ঔষধ সঠিকভাবে রোগীকে দিচ্ছে না। আইসিউর ভেতরে নার্সরা বসে বসে গেম খেলায় ব্যস্ত থাকে। আই সি ইউ তে রোগীদের দেখার জন্য পরিবারের সদস্যদের সুযোগ দেওয়া হচ্ছে না। শুক্রবার রাতে রোগীর মৃত্যুর পর রোগীর পরিবারের সদস্যরা এ সমস্ত অভিযুক্ত করার পরই একাংশ ডাক্তার এসে দল দলবেঁধে রোগীর পরিবারের সদস্যদের মারধর করে। এমনকি ডাক্তাররা রোগীর পরিবারের মহিলা সদস্যদেরও রেহাই দেননি। রোগীর পরিবারের সদস্যদের বাঁচাতে গিয়ে পুলিশ কর্মীরাও ডাক্তারদের হাতে আক্রান্ত হয়েছেন। এই অবস্থায় রোগীর পরিবারের সদস্য এবং অন্যান্য সদস্যরাও মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে বলেন ডাক্তার হয়ে কিভাবে রোগীর পরিবারের সদস্যদের উপর হাত তোলেন। তারা মুখ্যমন্ত্রীর কাছে আবেদন করেন যাতে অতিসত্বর আইসিইউ-তে সিসি ক্যামেরার ব্যবস্থা করে সকল রোগীদের তাদের পরিবারের সদস্যরা যেন বাইরে থেকে দেখতে পারে সেই ব্যবস্থা করে দেয়।
20/07/2024
পশ্চিমে এইডসে আক্রান্তের সংখ্যা বেশি

নিজস্ব প্রতিনিধি : বুধবার মহাকরণে সাংবাদিক সম্মেলনে ত্রিপুরা স্টেট এইডস কন্ট্রোল সোসাইটির প্রকল্প অধিকর্তা সমর্পিতা দত্ত জানান পশ্চিম জেলায় এইচ আই বি এইডসে আক্রান্তের সংখ্যা বেশি। শিরাপথে মাদক নেওয়ার ফলেই ছাত্র-যুবরা এইচ আই বি এইডসে আক্রান্ত হচ্ছেন। তিনি বলেন, রাজ্যের ২২০ টি স্কুলের মধ্যে এইডস আক্রান্ত পাওয়া গেছে। পাশাপাশি তিনি জানান, ত্রিপুরায় ৮২৮ জন শিক্ষার্থী এইচআইভি পজিটিভ এবং তাদের মধ্যে ৪৭ জন মারা গেছে।
10/07/2024

৭ জুন থেকে ৯ জুন পর্যন্ত তিন দিনের লিভার সম্মেলন আয়োজন
নিজস্ব প্রতিনিধি : লিভার রোগ সম্পর্কিত বিভিন্ন বিষয়কে সামনে রেখে সপ্তম লিভারকন আয়োজন করা হচ্ছে। ৭ জুন থেকে ৯ জুন পর্যন্ত হবে লিভারকন। ২০১১ সাল থেকে একবছর পর পর এই আন্তর্জাতিক সম্মেলনের আয়োজন করা হচ্ছে। বৃহস্পতিবার সাংবাদিক সম্মেলনে এই কথা জানান সংস্থার প্রতিষ্ঠাতা সভাপতি ডাঃ প্রদীপ ভৌমিক।তিনি জানান হেপাটাইটিস ফাউন্ডেশন অব ত্রিপুরা ২২ বছর ধরে ত্রিপুরায় বিভিন্ন কাজ করে আসছে।সংস্থার সপ্তম লিভারকন ও পঞ্চম পদ্মা-গঙ্গা- গোমতি আন্তর্জাতিক লিভার সম্মেলন হবে এবছর। হাঁপানিয়া আন্তর্জাতিক মেলা প্রাঙ্গণের কনফারেন্স হলে হবে এই সম্মেলন।সম্মেলনের উদ্বোধন করবেন পর্যটনমন্ত্রী সুশান্ত চৌধুরী। উপস্থিত থাকবেন স্বাস্থ্য সচিব কিরণ গিত্যে সহ অন্যান্যরা। ডাঃ প্রদীপ ভৌমিক জানান, সম্মেলনে জানান ভারতবর্ষসহ পার্শ্ববর্তী দেশ নেপাল ও বাংলাদেশ থেকেও বিশিষ্ট চিকিৎসকরা অংশ নেবেন।

গরমে লেবুর উপকারিতা
লেবু (সাইট্রাস লিমন ) মূলত রুটেসি পরিবারের ছোট চিরসবুজ সপুষ্পক উদ্ভিদের একটি প্রজাতি। এটি দক্ষিণ এশিয়া সাধারণত, উত্তর পূর্ব ভারতের একটি স্থানীয় গাছ। এই গাছের উপবৃত্তাকার হলুদ ফলটি সারা বিশ্বে রান্নার কাজ এবং রান্নার কাজ ছাড়াও বিভিন্ন উদ্দেশ্যে ব্যবহৃত হয়; মূলত এটির রসের জন্য। এটির রস রান্না ও পরিষ্কারের উভয় কাজেই ব্যবহার করা হয়। লেবুর শাঁস এবং খোসাও রান্না এবং বেকিংয়ে ব্যবহৃত হয়। লেবুর রসে প্রায় ২.২ পিএইচ এর প্রায় ৫% থেকে ৬% সাইট্রিক অ্যাসিড, যার কারণে এটি টক স্বাদযুক্ত হয়। লেবুর রস টক স্বাদযুক্ত হওয়ায় এটিকে পানীয় এবং খাবার, যেমন লেবুর শরবত এবং 'লেবু মেরিংয়ে পাইয়ের' মূল উপাদান হিসাবে ব্যবহার করা হয়। চট্টগ্রাম অঞ্চলে লেবুকে "হঁজি" বলে। নোয়াখালীতে লেবুকে "কাগজী" বলে। ভারতের পশ্চিমবঙ্গেও অনেকে লেবুকে কাগজী বলেন|লেবু ভিটামিন সি এর সমৃদ্ধ উৎস, যা ১০০ গ্রাম রেফারেন্স পরিমাণে (টেবিল) দৈনিক প্রয়োজনীয়তার ৬৪% সরবরাহ করে। অন্যান্য প্রয়োজনীয় পুষ্টি উপাদানগুলি পরিমাণে কম থাকে। লেবুতে পলিফেনলস, টের্পেনস এবং ট্যানিন সহ অসংখ্য ফাইটোকেমিক্যাল রয়েছে। লেবুর রসে বাতাবিলেবুর রসের চেয়ে কিছুটা বেশি সাইট্রিক অ্যাসিড থাকে (প্রায় ৪৭ গ্রাম/লিটার)। লেবুর রসে জাম্বুরার রসের প্রায় দ্বিগুণ এবং কমলার রসের প্রায় পাঁচগুণ বেশি সাইট্রিক এসিড পাওয়া । লেবুর রস শরবত, কোমল পানীয় এবং ককটেল তৈরিতে ব্যবহৃত হয়। এটি মাছ মেরিনেড করার জন্য ব্যবহৃত হয়,এটির অ্যাসিড মাছের অ্যামাইনো যৌগগুলোকে অনুদ্বায়ী অ্যামোনিয়াম লবণে রূপান্তর করার মাধ্যমে নিরপেক্ষ করে। এটির অ্যাসিড মাংসের শক্ত কোলাজেন ফাইবারকে আংশিক হাইড্রোলাইজ করে এটিকে কোমল করে তোলে। যুক্তরাজ্যে, বিশেষত শ্রোভ মঙ্গলবারে, প্যানকেকে প্রায়শই লেবুর রস ব্যবহার করা হয়, । লেবুর রস কিছু নির্দিষ্ট খাবার যেগুলো কেটে রাখলে বাতাসের অক্সিজেনের সঙ্গে রাসায়নিকভাবে যুক্ত হয় এবং বাদামী হয়ে যায় (এনজাইমেটিক ব্রাউনিং ) সেগুলোর ক্ষেত্রে স্বল্প-মেয়াদী প্রিজারভেটিভ হিসেবেও ব্যবহৃত হয় যেমন: আপেল, কলা এবং অ্যাভোকাডো। কারণ এর অ্যাসিড এনজাইমগুলোর কার্যকারিতা নষ্ট করে । লেবুর রস দুধ থেকে ছানা তৈরি করতে কাজে লাগে।